৫ আগস্ট ২০২৫ - ০৯:০৯
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯২ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫৬ জন খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ ছিলেন।

আহলে বাইত (আ.) আন্তর্জাতিক সংবাদ সংস্থা (আবনা): আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) এক কর্মী নিহত হওয়ায় তারা মর্মাহত। পিআরসিএস বলেছে, তাদের প্রধান কার্যালয়ে ইসরায়েলি হামলার জন্য তারাই দায়ী।

হামাস জানিয়েছে, তারা ইসরায়েলি জিম্মিদের জন্য আইসিআরসিকে খাদ্য পৌঁছে দেওয়ার অনুমতি দিতে প্রস্তুত। এর আগে হামাস কয়েকজন দুর্বলকায় জিম্মির ভিডিও প্রকাশ করে।

গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ২২ হাজারেরও বেশি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশে বাধা দিচ্ছে।

ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন অন্তত ৬০ হাজার ৮৩৯ জন। আহত হয়েছেন এক লাখ ৪৯ হাজার ৫৮৮ জন।

Tags

Your Comment

You are replying to: .
captcha