৬ অক্টোবর ২০২৫ - ১৭:১০
ডেনমার্কে  আহলে বাইত (আ.)-এর প্রেমিকরা হযরত মাছুমা (সা.আ.) ওফাত বার্ষিকি পালন করেছে + ভিডিও।

হযরত ফাতিমা মাসুমাহ (সা.আ.)-এর ওফাতের শোক পালনের জন্য ডেনমার্কের ইমাম আলী (আ.) মসজিদে আহলে বাইতের (আ.) অনুসারীরা সমবেত হন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের ইমাম আলী (আ.) মসজিদ হযরত ফাতিমা মাসুমাহ (সা.আ.)-এর ওফাতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভালোবাসা ও আনুগত্যের রমণীকে স্মরণ ও সম্মান জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।




অনুষ্ঠানটি ৩ অক্টোবর, ২০২৫ তারিখে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬:০০ টায় ইমাম আলী (আ.) মসজিদের বহুমুখী হলে অনুষ্ঠিত হয় এবং শেখ মুহাম্মদ সালমান জান সভার বক্তা ছিলেন।


Tags

Your Comment

You are replying to: .
captcha