আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬:১৫ মিনিটে দোয়া কুমাইল পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, এরপর হযরত যাহরা (সা.আ.)-এর জন্মবার্ষিকীর বিশেষ আনন্দ অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে, ইংল্যান্ডের ইসলামিক সেন্টারের ইমাম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীনের প্রতিষ্ঠাতা সাইয়্যিদ হাশেম মুসাভি ইংরেজি ও ফারসি ভাষায় বক্তৃতা দেন এবং হজ বেহনাম মোলায়ী এবং হজ মোহাম্মদ আল-আশতার মা ফাতেমা যাহরা (সা.আ.)-এর শানে প্রশংসাবাণী পাঠ করেন।
Your Comment