৩১ ডিসেম্বর ২০২৫ - ০২:০৫
বৈরি আবহাওয়ায় বিপর্যস্ত গাজা/সাহায্য সরবরাহে বাধা

একদিকে শীত অন্যদিকে বৈরি আবহাওয়ায় যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজ্জারিনি একথা জানিয়েছে।


সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে লাজ্জারিনি বলে, ‘আরো বৃষ্টিপাত আরো মানবিক দুর্দশা, হতাশা এবং মৃত্যু।’ তিনি বলেন, গাজার ফিলিস্তিনিরা জলাবদ্ধ তাঁবু এবং ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে আছে। এমন পরিস্থিতিতেও প্রয়োজনীয় সাহায্য সরবরাহের অনুমতি দেওয়া হচ্ছে না। লাজ্জারিনি বলেন, ত্রাণ সরবরাহে বাধা না দিলে ইউএনআরডব্লিউএ তাদের প্রচেষ্টা বহুগুণ বাড়িয়ে দিতে পারে।

গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরি আবহাওয়ার মধ্যে বাস্তুচ্যুত মানুষের জরুরি মানবিক চাহিদা মেটাতে গাজায় প্রায় দুই লাখ ‘প্রিফেব্রিকেটেড’ আবাসন ইউনিটের প্রয়োজন। শীতকালীন ঝড়ে উপত্যকাজুড়ে হাজার হাজার বাস্তুচ্যুত তাঁবু প্লাবিত হয়েছে, কিছু কিছু তাঁবু উড়ে গেছে, যা গাজার পরিস্থিতিকে আরো বিপর্যস্ত করে তুলেছে। 

গাজা সাম্প্রতিক মাসগুলোতে বৈরি আবহাওয়ার সঙ্গে লড়াই করছে গাজার বাসিন্দারা। ইসরাইলি বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত ভবন ধসে পড়ে এবং বন্যার ফলে হাজার হাজার বাস্তুচ্যুত তাঁবু উপড়ে চার শিশুসহ ১৭ জন ফিলিস্তিনি মারা গেছেন।

Tags

Your Comment

You are replying to: .
captcha