১২ জানুয়ারী ২০২৬ - ০৪:০৮
ইমাম মুসা কাযিম (আ.)-এর শাহাদত বার্ষিকী উপলক্ষে, কাযেমাইনের মাজারের প্রস্তুতি

আগত ২৫শে রজব ইমাম মুসা কাযিম (আ.)-এর শাহাদত বার্ষিকী উপলক্ষে ইরাকের কাযেমাইন শহরে অবস্থিত ইমামের মাজার,যিয়ারতকারীদের উপস্থিতি এবং শোক মজলিসের জন্য প্রস্তুতি নিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): কাযেমাইন শহরের পৌরসভা প্রধান আলি হাশেম আতশান জানিয়েছেন: রজব মাসের যিয়ারত এবং ইমাম মুসা কাযিম (আ.)-এর শাহাদত বার্ষিকী উপলক্ষে একটি পরিপূর্ণ সেবামূলক ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে।




আতশান বলেন:সেবামূলক পরিকল্পনার মধ্যে; কাযেইমান শহরে প্রবেশ পথের মূল রাস্তায় ৭৫০ জনের বেশী সেচ্ছাসেবী উপস্থিত থাকবে এবং ৭০ এর বেশী জানবাহন থাকবে যিয়ারতকারীদের তাদের গন্তব্য স্থানে পৌছানোর জন্য।


পৌরসভা প্রধান পরিশেষে উল্লেখ করেন:সেচ্ছাসেবকরা পবিত্র মাজারে পৌছানোর বিভিন্ন রাস্তায় পথপ্রদর্শন ও অন্যান্য সুবিধা দেওয়ার জন্য উপস্থিত থাকবে, যাতে করে যিয়ারতকারীরা কোন প্রকার সমস্যার সম্মুখীন না হয়।

Tags

Your Comment

You are replying to: .
captcha