‘আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ফিলিস্তিন সমর্থন ও দখলদার তেলা আবিবের নিন্দায় মরক্কোর জনগন বিশাল মিছিল করে তাদের আবেদন জানায়।
বিক্ষোভকারীরা তাদের এই গনসমাবেশে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে এবং প্লাকার্ডে বিভিন্ন শ্লোগান লিখে ফিলিস্তিন সমর্থনে ফরিয়াদ করে।
প্লাকার্ডে লেখা শ্লোগানের মধ্যে কয়েকটি ছিল: ”দখলদার ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক অর্থাৎ গাজাবাসীর নির্মম হত্যার শামিল হওয়া” ”গাজা গাজা সম্মানের প্রতীক” “ক্ষুধা ও ধ্বংসের মধ্যেও গাজা স্বাধীন” “গাজা কখনই পরাধীন হবে না” দখলদার বাহীনি তোমরা ভীতু ও হত্যাকারী” ও অন্যান্য আরো শ্লোগান।
সর্বশেষে সমাবেশকারীরা দখলদার ইসরাইলের পতাকায় আগুন ও পুড়িয়ে ফেলে।
Your Comment