আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ৩ শাবান ইমামত ও বেলায়তের আকাশের তৃতীয় উজ্জ্বল নক্ষত্র ইমাম হুসাইন (আ.)-এর জন্মবার্ষিকী।
মোবরকময় এই জন্ম শুধুমাত্র নবীজি ও হযরত আলী ও হযরত ফাতেমা (আলাইহিমুস সালাম) কে আনন্দিত করেন নি, বরং তাদের অনুসারী সকল মুমিনদের হৃদয়কে আনন্দিত করেছে, যে আনন্দ আজও তার প্রেমিকদের মধ্যে বিদ্যমান।

হযরত মাসুমা (সা.আ.)-এর মাজারে, ইমাম হুসাইন (আ.)-এর মোবারকময় মিলাদের রাতে বিভিন্ন শ্রেনী, বয়সী ও ভাষার যিয়ারতকারীরা আনন্দ এবং এই ইমামের প্রতি তাদের অসীম ভালোবাসা প্রকাশ করেন।
কেউ বলছেন ইমাম হুসাইন হচ্ছেন জীবনের অর্থ, বাবা মায়ের কাছে কৃতজ্ঞ কেননা তারা ছোটবেলা থেকেই ইমাম হুসাইন (আ.)-এর ভালবাসাই তাকে পরিচয় করিয়েছেন।

একজন যিয়ারতকারী বলেন: আমি সুন্নি ছিলাম ইমাম হুসাইন (আ.)-এর প্রেমেই শিয়া হয়েছি...এছাড়া উপস্থিত যিয়ারতকারীদের অনেকেই তাদের ভালোবাসা ও অনুভুতি প্রকাশ করেন।

কেউ আবার বলছেন ইমাম হুসাইন (আ.)-এর ভালবাসা ছাড়া জীবনের কোন অর্থ নেই, ইমামের ভালবাসাই বড় হয়েছি এই ভালবাসা নিয়েই মারা যাব।

Your Comment