(ABNA24.com) মিশরের বাহার আল-আহমার প্রদেশে “হামিয়ানে ওতান” দল পবিত্র কুরআনের ৭০ জন হাফেজ ছেলে ও মেয়েকে সম্মাননা প্রদর্শন করেছে।
“হামিয়ানে ওতান” দল গতকাল সন্ধ্যায় মিশরের বাহার আল-আহমার প্রদেশের দক্ষিণাঞ্চলীয় মেরসী আলাম শহরের ৭০ জন কনিষ্ঠ হাফেজ ছেলে ও মেয়েকে সম্মাননা প্রদর্শন করেছে।
মেরসি আলামের আওকাফ দপ্তরের পক্ষ থেকে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতার মাধ্যমে এসকল হাফেজদের নির্বাচন করা হয়েছে।
“হামিয়ানে ওতান” দলের সচিব তিতুল খাতিব বলেন: কুরআনের স্মৃতিসৌধের অনুষ্ঠান সম্প্রদায়ের রাজনৈতিক দলগুলোর সাথে অংশীদারিতে এবং সমাজে ইসলাম শিক্ষা দেওয়ার প্রচেষ্টায় অনুষ্ঠিত হয়েছিল।
কনিষ্ঠ হাফেজদের সম্মাননা প্রদর্শনের অনুষ্ঠানে উক্ত প্রদেশের বেশ কয়েক জন কর্তৃপক্ষ বিশেষ করে মেরসি আলাম শহরের আওকাফ দপ্তরের প্রধান উপস্থিত ছিলেন।
/129
১৮ মে ২০১৯ - ০৬:১৭
News ID: 942168

মিশরের বাহার আল-আহমার প্রদেশে “হামিয়ানে ওতান” দল পবিত্র কুরআনের ৭০ জন হাফেজ ছেলে ও মেয়েকে সম্মাননা প্রদর্শন করেছে।