‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
মঙ্গলবার

৭ জানুয়ারী ২০২০

৭:২২:৫২ AM
1000111

তেহরানে হামাস নেতা হানিয়া: 'জেনারেল সোলাইমানি সারা জীবন ফিলিস্তিনকে সহযোগিতা করেছেন'

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, জেনারেল কাসেম সোলাইমানি সারা জীবন ফিলিস্তিনের প্রতি সমর্থন ও সহযোগিতা দিয়ে গেছেন। তিনি হচ্ছেন, বায়তুল মুকাদ্দাসের শহীদ।

(ABNA24.com) তিনি আজ (সোমবার) তেহরানে জেনারেল সোলাইমানি এবং কমান্ডার আবু মাহদি আল মুহানদিসসহ ছয় শহীদের জানাজা অনুষ্ঠানে এ কথা বলেন। জেনারেল সোলাইমানির জানাজা অনুষ্ঠানে অংশ নিতে বর্তমানে তিনি তেহরান অবস্থান করছেন।

হামাসের এই প্রধান নেতা বলেন, ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে। হানিয়া আরও বলেন, ইসলামি প্রতিরোধের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া হবে।

হামাস নেতা বলেন, লেবানন ও গাজায় ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম যে  বিজয় অর্জন করেছে তারই ধারাবাহিকতায় ভবিষ্যত লড়াইয়েও বিজয় আসবে।

গত শুক্রবার (৩ জানুয়ারি) ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে সন্ত্রাসী ও দখলদার মার্কিন সেনারা। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ মোট ১০ জন শহীদ হন।

.........
340