‘আহলে বাইত বার্তা সংস্থা’

আয়াতুল্লাহ ফাতেমী নিয়ার ইন্তেকালে মাজমা মহাসচিবের শোকবার্তা
আয়াতুল্লাহ ফাতেমী নিয়া’র ইন্তেকালে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মহাসচিব সমবেদনা জ্ঞাপন পূর্বক বলেছেন: সম্মানিত এই উস্তাদ পবিত্র কুরআন ও আহলে বাইত (আ.) থেকে প্রাপ্ত নির্ভেজাল জ্ঞান আকর্ষণীয় ও ব্যতিক্রমধর্মী বর্ণনার মাধ্যমে লাখো মানুষের কাছে পৌঁছে দিতেন; যা তাদের অন্তরে মহান প্রতিপালক, তাঁর নবী (স.) ও নবীর আহলে বাইতের (আ.) প্রতি ভালবাসা পূর্ণ করে দিত।
১৬ মে, ২২ ১১:১৬ PM