‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
মঙ্গলবার

৭ জানুয়ারী ২০২০

৭:৩৫:৫১ AM
1000125

ইরানি জনগণকে যেন কখনো হুমকি দেয়া না হয়: ট্রাম্পকে প্রেসিডেন্ট রুহানি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কিছু সুনির্দিষ্ট স্থাপনায় হামলা চালানোর যে হুমকি দিয়েছেন তার কড়া জবাব দিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি।তিনি বলেছেন, “কখনো ইরানি জনগণকে হুমকি দেবেন না।”

(ABNA24.com) তিনি সোমবার রাতে ট্রাম্পকে উদ্দেশ করে এক টুইটার বার্তায় লিখেছেন, “যারা বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্রসহ ইরানের ৫২টি স্থাপনায় হামলা চালানোর হুমকি দেয় তারা যেন ২৯০ সংখ্যাটির পাশাপাশি আইআর৬৫৫ ফ্লাইটের কথা স্মরণ করে।”

প্রেসিডেন্ট রুহানি এ টুইটার বার্তার মাধ্যমে ১৯৮৮ সালের ৩ জুলাই পারস্য উপসাগরের আকাশে মার্কিন সন্ত্রাসী সেনাদের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার কথা বুঝিয়েছেন। আইআর৬৫৫ নামের ওই ফ্লাইটে ৬৬ শিশু ও ৫৩ নারীসহ ২৯০ জন আরোহী ছিল যাদের সবাই নিহত হন। পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন রণতরী উইন্সেস থেকে ওই হামলা চালানো হয়।

পরবর্তীতে মার্কিন কর্মকর্তারা দাবি করেন, তারা জঙ্গিবিমান মনে করে ভুলে যাত্রীবাহী বিমানে হামলা চালিয়েছেন। অথচ বাস্তবতা হচ্ছে ওই মার্কিন রণতরীতে সর্বাধুনিক রাডার ব্যবস্থা ছিল এবং ওই ব্যবস্থার পক্ষে ছোট আকারের জঙ্গিবিমানের সঙ্গে বিশাল আকারের যাত্রীবাহী বোয়িং বিমানের পার্থক্য করা অত্যন্ত সহজ ব্যাপার।

এদিকে সম্প্রতি মার্কিন বাহিনীর সন্ত্রাসী হামলায় বাগদাদে ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের পর ইরান কঠোর প্রতিশোধ নেয়ার হুমকি দেয়। ওই হুমকির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় লিখেছেন, তিনি ইরানের বহু সাংস্কৃতিক স্থাপনাসহ দেশটির মোট ৫২টি স্থঅপনা চিহ্নিত করেছেন এবং মার্কিন স্বার্থে আঘাত আসলে এসব স্থাপনায় হামলা চালানো হবে।

..........
340