‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
মঙ্গলবার

৭ জানুয়ারী ২০২০

৭:৪২:২৪ AM
1000131

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবালাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিসসহ ১০ প্রতিরোধ সংগ্রামীকে হত্যার প্রতিবাদে আজ (সোমবার) ইয়েমেনের রাজধানীতে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

(ABNA24.com) বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন।

বিক্ষোভকারীরা আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। তারা এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে আমেরিকা মুসলিম উম্মাহর বিরুদ্ধে নিজের শত্রুতা আরও একবার স্পষ্ট করেছে। তবে মুসলমানরা শহীদদের নিয়ে গর্ব করে। শহীদের মাধ্যমেই মুসলমানরা বিজয় ছিনিয়ে আনে।

তারা আরও বলেছেন, আমেরিকা ও ইসরাইলকে এই অঞ্চল ত্যাগ করতে হবে। তল্পিতল্পা নিয়ে এই অঞ্চল ছাড়ার সময় এসে গেছে।

এ সময় তারা ইরান ও ইরাকের সরকার ও জনগণের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াই অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

...........
340