‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
বুধবার

৮ জানুয়ারী ২০২০

৭:০৭:২৭ AM
1000473

‘সোলাইমানি হত্যার শক্ত, বলিষ্ঠ ও অনুতাপ সৃষ্টিকারী প্রতিশোধ নেয়া হবে’

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার-ইন-চিফ বলেছেন, কুদস ফোর্সের কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানি হত্যার শক্ত, বলিষ্ঠ ও অনুতাপ সৃষ্টিকারী প্রতিশোধ নেয়া হবে। মেজর জেনারেল হোসেইন সালামি আজ (মঙ্গলবার) ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান শহরে জেনারেল সোলাইমানির জানাযা ও দাফন অনুষ্ঠানে দেয়া এক বক্তৃতায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

(ABNA24.com) তিনি বলেন, জেনারেল সোলাইমানির উপর আমেরিকা যে সন্ত্রাসী হামলা চালিয়েছে তার মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে সাম্রাজ্যবাদী আমেরিকার উৎখাত হয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হলো।

জেনারেল সোলাইমানি মার্কিন ষড়যন্ত্রগুলো ব্যর্থ করে দেয়ার কারিগর ছিলেন বলে উল্লেখ করেন আইআরজিসির শীর্ষ কমান্ডার। তিনি বলেন, মুসলিম উম্মাহ’র নিরাপত্তা বিঘ্নিত করার যে পরিকল্পনা আমেরিকা নিয়েছিল তা ব্যর্থ করে দিয়েছিলেন শহীদ সোলাইমানি।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোকে নির্মূলের কাজে সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল যে কঠিন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে তার প্রধান কারণ ছিলেন জেনারেল সোলাইমানি। আইআরজিসির প্রধান বলেন, লেঃ জেনারেল সোলায়মনি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোকে পুনরুজ্জীবিত করেন এবং তাদের মাধ্যমে ইহুদিবাদী ইসরাইলকে চরমভাবে কোণঠাসা করে ফেলেন।

জেনারেল সালামি বলেন, ইরানের এই মহান শহীদের প্রতি মুসলিম বিশ্ব যে সমবেদনা জানিয়েছে এবং আমেরিকার বিরুদ্ধে যে ঘৃণা প্রকাশ করেছে তা থেকে বোঝা যায়, আমেরিকার জন্য বিশ্বের কোনো স্থানই আর নিরাপদ নয়।

গত শুক্রবার (৩ জানুয়ারি) ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হত্যা করে সন্ত্রাসী ও দখলদার মার্কিন সেনারা। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস’সহ মোট ১০ জন শহীদ হন।

..........
340