‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
বুধবার

৮ জানুয়ারী ২০২০

৭:২৩:৫১ AM
1000485

ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমান্ড সরিয়ে নেয়া হয়েছে: রিপোর্ট

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কথিত লড়াইয়ের জন্য ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর যে কেন্দ্রীয় কমান্ড সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছিল তা প্রতিবেশী দেশ কুয়েতে সরিয়ে নেয়া হয়েছে।

(ABNA24.com) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসের হত্যাকাণ্ডের পর মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সরিয়ে নেয়া হলো। ইরাকের আরবি ভাষার আল-ফোরাত বার্তা সংস্থা জানিয়েছে, আজ (মঙ্গলবার) আন্তর্জাতিক জোট ইরাকের রাজধানী বাগদাদ থেকে কুয়েত সিটিতে তাদের কমান্ড সেন্টার সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়।

জার্মান বার্তা সংস্থা ডিপিএ’র একটি খবরের বরাত দিয়ে কাতারভিত্তিক আরবি ভাষার আল-জাজিরা নিউজ নেটওয়ার্ক কেন্দ্রীয় কমান্ড সেন্টার সরিয়ে নেয়ার তথ্য নিশ্চিত করেছে।

ইরাকের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি গতকাল বলেছেন, ইরাক থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়ার ব্যাপারে বাগদাদ এবং ওয়াশিংটনের একসঙ্গে কাজ করা উচিত। এরপর আন্তর্জাতিক জোটের কেন্দ্রীয় কমান্ড সেন্টার সরিয়ে নেয়ার খবর এলো। গতকালই ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথু টুয়েলারের সঙ্গে আব্দুল মাহদি কথা বলেন। রোববার ইরাকের জাতীয় সংসদ সর্বসম্মতিক্রমে ইরাকের ভূখণ্ড থেকে মার্কিন সেনা বহিষ্কারের একটি প্রস্তাব পাস করে।

...........
340