‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

৮ জানুয়ারী ২০২০

৭:১১:২৩ PM
1000712

ইরাকের আসায়েবু আহলিল হাকের প্রধান, মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার কথা উল্লেখ করে বলেছেন: ইরাকের জবাব ইরানের চেয়ে হাল্কা হবে না।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরাকের হাশদুশ শাবি বা পপুলার মোবিলাইজেশন ফোর্সের শাখা সংগঠন আসায়েবু আহলিল হাকের প্রধান, আইন আল-আসাদ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার প্রতি ইঙ্গিত করে বলেছেন, ইরাকের জবাব ইরানের চেয়ে হাল্কা হবে না।

হুজ্জাতুল ইসলাম কাইস আল-খাজ আলী আজ (বুধবার ৮ জানুয়ারি) বলেছেন: লে. জেনারেল কাসেম সোলেইমানি হত্যার প্রথম জবাব ইরান দিয়েছে। এখন শহীদ আবু মাহদি মুহানদিস হত্যার প্রথম জবাব দেয়ার পালা ইরাকের।

তিনি বলেন: ইরাকের জনগণ সাহসী এবং আত্মসম্মানের অধিকারী। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে, ইরাকিদের জবাব ইরানের চেয়ে হাল্কা হবে না।

প্রসঙ্গত, ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) মার্কিন বাহিনীর সন্ত্রাসী হামলা এবং শহীদ লেফন্যান্ট হাজ কাসেম সোলাইমানি ও তাঁর সাথীদেরকে কাপুরুষোচিতভাবে হত্যার জবাবে আজ ভোরে আইআরজিসির এ্যারোস্পেস ফোর্স ইরাকের আইন আল-আসাদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এ অভিযানে ‘শহীদ সোলেইমানি’নামে পরিচালিত এবং ‘ইয়া যাহরা’(সা আ.) কোড ব্যবহৃত হয়েছে।

বিশ্বস্ত এক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানা গেছে, ঐ হামলায় কমপক্ষে ৮০ জন মার্কিন সেনা নিহত এবং ২ শতাধিক আহত হয়েছে। এছাড়া বেশ কয়েকটি ড্রোন, হেলিকপ্টার ও বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্থ হয়েছে।#