‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
বৃহস্পতিবার

৯ জানুয়ারী ২০২০

৬:৪৩:১৭ AM
1000793

তেহরানের অদূরে ১৭০ আরোহী নিয়ে ইউক্রেনের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

কারিগরি ত্রুটির কারণে ইরানের রাজধানী তেহরানের অদূরে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে ইউআইএ এয়ারলাইন্সের পিএস৭৫২ বিমানটি এক ঘণ্টা দেরিতে তেহরানে ইমাম খোমেনী (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং এর কিছুক্ষণ পর তেহরান প্রদেশের পারান্দ শহরের কাছে বিধ্বস্ত হয়।

(ABNA24.com) ইরানের জরুরি বিভাগের মুখপাত্র মুজতবা খালেদি জানিয়েছেন, ইউক্রেনের একটি এয়ারলাইন্সের একটি বোয়িং৭৩৭ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে ইমাম খোমেনী (রহ.) বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে।

প্রাথমিক খবরের বরাত দিয়ে তিনি জানান, ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে ছেড়ে যাওয়া বিমানটিতে যাত্রী ও ক্রুসহ মোট ১৭০ আরোহী ছিলেন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য হাতে পাওয়া মাত্র জানানো হবে বলে খালেদি উল্লেখ করেন।

..........
340