‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

৯ জানুয়ারী ২০২০

১:৩০:২৭ PM
1000922

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট বলেছেন: যদি শহীদ কাসেম সোলেইমানির অক্লান্ত পরিশ্রম না থাকত তবে লন্ডনে আজ আপনারা নিরাপদ থাকতেন না।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): হুজ্জাতুল ইসলাম ড. হাসান রুহানি আজ (৯ জানুয়ারি, বৃহস্পতিবার) ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপে, আমেরিকার প্রতি ইরানের জবাব এবং ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা জাতিসংঘ সনদের ৫১নং ধারা অনুযায়ী বৈধ বলে উল্লেখ করে বলেছেন: যদি আমেরিকা পূনরায় কোন ভুল করে তবে এরচেয়ে ভয়ংকর জবাব পাবে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, লে. জে. শহীদ সোলেইমানি ছিলেন সাধারণ মানুষের চোখের মনি এবং সন্ত্রাসীদের মোকাবেলায় তিনি ছিলেন বীর। মার্কিনীদের সন্ত্রাসবাদ মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে এ কথা উল্লেখ করে তিনি বলেন: জেনারেল সোলেইমানির সাথে প্রায় ৪ দশক বন্ধুত্ব ও সহযোগিতার সূত্র ধরে বলতে হয়, তিনি সর্বদা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে জোরদার করতে চেয়েছেন।

জেনারেল সোলেইমানি’কে হত্যার বিষয়ে ব্রিটিশ সরকারের কিছু কিছু কর্মকর্তার মন্তব্যের নিন্দা জানিয়ে ড. রুহানি মন্তব্যের পূণর্বিবেচনার আহবান জানান। তিনি বলেন, নিঃসন্দেহে জেনারেল সোলেইমানির অক্লান্ত পরিশ্রমের কারণেই আজ লন্ডনে আপনারা নিরাপদে রয়েছেন।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাধ্যমেই এ অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব –এ কথা উল্লেখ  করে তিনি বলেন: মধ্যপ্রাচ্য সম্পর্কে হোয়াইট হাউস ও মার্কিনীরা মোটেও পরিচিত নয়। সন্ত্রাসী হামলার পর মধ্যপ্রাচ্যে যে গণজাগরণ ও ঐক্য তৈরী হয়েছে তার মাধ্যমে তারা বুঝতে পেরেছে যে, কত বড় ভুলই না তারা করেছে।

সম্প্রতি অস্থিতিশীলতার জন্য আমেরিকার পরমাণু চুক্তি থেকে বের হয়ে যাওয়া এবং তাদের অবৈধ পদক্ষেপগুলোই দায়ী –এ কথা উল্লেখ করে তিনি বলেন: সকল আন্তর্জাতিক আইনকে আঙ্গুল দেখিয়ে আমেরিকা এ পদক্ষেপ নিয়েছে। তারা ২ বছর ধরে সাধারণ মানুষের প্রয়োজনীয় খাদ্য ও ঔষধের উপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। আর জেনারেল সোলেইমানিকে হত্যার মাধ্যমে তারা বড় অপরাধ করেছে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এ সময় চলতি সপ্তাহে কয়েকটি ঘটনার বিষয়ে সমবেদনা জ্ঞাপন করেন। এরপর মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা এবং ব্রিটিশ সৈন্যদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সকল পক্ষকে ধৈর্য্য ধারণের প্রতি আহবান জানান।

তেহরান-লন্ডন সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করে জনসন, আন্তর্জাতিক নিরাপত্তা জোরদার করণে পরমাণু চুক্তি রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।

এদিকে, ইরানের রাষ্ট্রপতির কার্যালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা আলীরেজা মোয়েজ্জি এক টুইটে লিখেছেন: টেলিফোনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে আলাপকালে রুহানি তার উদ্দেশ্যে বলেছেন: আমেরিকাকে অনুসরণ করবেন না এবং শহীদ সোলেইমানির বিষয়ে আপনাদের অবস্থানকে পূনর্বিবেচনা করুন। যদি তার অক্লান্ত পরিশ্রম না থাকতো তবে লন্ডনে আজ নিরাপত্তা ও স্থিতিশীলতা থাকতো না।#