‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
শনিবার

১১ জানুয়ারী ২০২০

৭:০০:০৪ AM
1001263

বিমান দুর্ঘটনা তদন্তে সব পক্ষের অংশগ্রহণ চেয়েছে ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানের কাছে গত মঙ্গলবার ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা তদন্ত প্রক্রিয়ায় যুক্ত হতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

(ABNA24.com) ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি আজ দিনের শুরুতে এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থা বা আইসিএও'র আইনের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে যা স্বচ্ছতার সঙ্গে নিখুঁতভাবে ও দ্রুত তদন্ত কাজ চালাবে এবং তাতে সংশ্লিষ্ট সব দেশের বিশেষজ্ঞরা থাকবেন। এতে ইউক্রেনের বিশেষজ্ঞদের পাশাপাশি মার্কিন বোয়িং কোম্পানির কর্মকর্তাদেরকেও যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইউক্রেনের একটি প্রতিনিধি দল বর্তমানে ইরানে অবস্থান করছে। এর পাশাপাশি বিমানের ব্ল্যাক বক্স পরীক্ষা করার জন্য তদন্ত প্রক্রিয়ায় যুক্ত হতে বিমানের নির্মাতা কোম্পানি বোয়িংয়ের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ইরানের সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেন, যেসব দেশের নাগরিক এ দুর্ঘটনায় নিহত হয়েছেন সেসব দেশের প্রতিনিধিও তদন্ত কমিটিতে থাকতে পারেন। তিনি বলেন, প্রেসিডেন্ট হাসান রুহানির নির্দেশমতো তদন্তের ফলাফল দ্রুত প্রকাশ করা হবে।

বিমান দুর্ঘটনার পর মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ইউক্রেনের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। ইরান একে চরম মিথ্যা দাবি বলে মন্তব্য করেছে।

..........
340