‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
শনিবার

১১ জানুয়ারী ২০২০

৭:০৬:২১ AM
1001266

যত তাড়াতাড়ি সম্ভব মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতির অবসান ঘটাতে হবে: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব মধ্যপ্রাচ্যে আমেরিকার হস্তক্ষেপমূলক উপস্থিতির অবসান ঘটাতে হবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার নিরসনের জন্য এ পদক্ষেপ নেয়া অত্যন্ত জরুরি।

(ABNA24.com) জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কোনোর সঙ্গে গতকাল (বৃহস্পতিবার) এক টেলিফোন সংলাপে তিনি এসব কথা বলেছেন। জেনারেল হাতামি বলেন, উত্তেজনা নিরসন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য মধ্যপ্রাচ্যে মার্কিন দখলদারিত্বের অবসান ঘটানোর বিকল্প নেই।  

সম্প্রতি, আমেরিকা পারস্য উপসাগরীয় এলাকায় নিরাপত্তার নামে কথিত আন্তর্জাতিক সামরিক জোট গঠনের চেষ্টা করলেও তাতে সেনা ও যুদ্ধজাহাজ পাঠাতে চায় নি জাপান। অথচ জাপানের যে তেল চাহিদা রয়েছে তার শতকরা ৯০ ভাগ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে টোকিও।

ইরানি প্রতিরক্ষামন্ত্রী বলেন, যারা উত্তেজনা নিরসন এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা করতে চায় তাদেরকে আমেরিকার কথা মনে রাখতে হবে, আমেরিকা হচ্ছে এই অঞ্চলের অস্থিতিশীলতার মূল কারণ। তিনি স্বাধীন দেশগুলোকে মার্কিন সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিন্দা জানানোরও আহ্বান জানান।

টেলিফোন সংলাপে জাপানের প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো বলেন, আঞ্চলিক শান্তি রক্ষার জন্য জাপান পারস্য উপসাগরে সেনা মোতায়েন করতে পারে তবে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে অংশগ্রহণের জন্য নয়। জাপানের সরকারি টেলিভিশন চ্যানেল এনএইচকে জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো আজ (শুক্রবার) থেকে পারস্য উপসাগরে জাপানি সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

...........
340