‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

১১ জানুয়ারী ২০২০

৮:৫৩:২০ AM
1001299

ইরাকি সুন্নি মুফতি:

ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের বিরোধিতাকারী বিশ্বাসঘাতক

ইরাকের বিশিষ্ট সুন্নি মুফতি বলেছেন: ইরাক থেকে দখলদার মার্কিন বাহিনী প্রত্যাহারের বিপক্ষে রায় প্রদানকারী সুন্নি সাংসদ বিশ্বাসঘাতক।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরাকের আহলে সুন্নাতের বিশিষ্ট মুফতি গতকাল (শুক্রবার ১০ জানুয়ারি) জুমআর খোতবায়, ইরাকি পার্লামেন্টে মার্কিন সৈন্য সরিয়ে নেয়ার বিষয়ে উত্থাপিত খসড়া বিল পাশ হওয়াকে স্বাগত জানিয়ে এ বিলের বিরোধীদেরকে বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেছেন।

শাইখ মাহদি বিন আহমাদ আল-সামিদায়ী ইরাকি পার্লামেন্টের এক সুন্নি সাংসদের নাম উল্লেখ করে বলেন: আমি ‘আহমাদ আল-জারবা’কে ঐ বিলের পক্ষে রায় প্রদানের জন্য কৃতজ্ঞতা জানাই। তিনি আমাদের মাথা সমুন্নত রেখেছেন এবং এ কাজের মাধ্যমে তিনি ইরাকের সুন্নি সম্প্রদায় থেকে লাঞ্ছনাকে দূরে সরিয়ে দিয়েছেন।

তিনি বলেন: যে সুন্নি সাংসদই ইরাক থেকে দখলদার মার্কিন বাহিনী সরিয়ে নেয়ার বিপক্ষে রায় দেবে সে সুন্নি সম্প্রদায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আহলে সুন্নাতের গন্যমান্য ব্যক্তিত্ব ও প্রতিরোধ আন্দোলনের শহীদদের পরিবারের, যে সকল সাংসাদ বিলের পক্ষে রায় দেয়নি তাদের প্রতি সমর্থন জানানো উচিত হবে না।

তিনি কারাগারে থাকা ইরাকি কয়েদীদের কথা উল্লেখ করে বলেন: বর্তমানে ৪১ হাজার ইরাকি মুজাহিদ কারাগারে আটক রয়েছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে, তাদের মধ্যে অন্তত ৩০ হাজার কয়েদি হচ্ছে এমন যারা মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং তাদেরকে কঠিন আঘাত করেছে।

ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস নিজেদের এজেন্টদেরকে ব্যবহার করে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত এ বিষয়ের প্রতি ইঙ্গিত করে বলেন: এ সকল এজেন্টদের মোকাবিলায় প্রতিরোধ আন্দোলনের কয়েদীদেরকে মুক্ত করার বিকল্প নেই। ইরাকের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমার আবেদন হচ্ছে তিনি যেন এ বিষয়ে পদক্ষেপ নেন। এটা হারাম যে, বীরেরা কারাগারে পড়ে থাকবে এবং বিশ্বাসঘাতকরা মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে।

প্রসঙ্গত, তিনি কয়েদদীদের মুক্ত করণে ইরানের সর্বোচ্চ নেতার মধ্যস্থতা কামনা করে বলেন, ইসলামি বিপ্লবের নেতা হজরত আয়াতুল্লাহ খামেনেয়ীর উদ্দেশ্যে আমার আবেদন হল, কারাগারে আটক মার্কিনীদের বিরুদ্ধে যুদ্ধকারী বীরদেরকে মুক্ত করণে তিনি যেন মধ্যস্থতা করেন।#