‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

১২ জানুয়ারী ২০২০

৪:৪১:১৩ AM
1001472

আমেরিকা বুঝতে পেরেছে যে কতবড় ভুল তারা করেছে –এ কথা উল্লেখ করে লেবাননের হিজবুল্লাহ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলেছেন: হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ শহীদ কাসেম সোলেইমানি’র রক্তের প্রতিশোধ নেবেন।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): লেবাননের হিজবুল্লাহ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড শাইখ নাঈম কাসেম বলেছেন: ইরানের আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার প্রতিশোধ নেবেন সৈয়দ হাসান নাসরুল্লাহ।

তিনি বলেন: জেনারেল সোলেইমানি শুধুমাত্র একজন ইরানি [জেনারেল] ছিলেন না বরং তিনি ছিলেন সমস্ত মুসলিম বিশ্বের এবং জায়নবাদী শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের [চোখের মনি]।

তার সংযোজন: আমেরিকা অচীরেই বুঝতে পারবে, কতবড় ভুল তারা করেছে এবং মধ্যপ্রাচ্যের সমীকরণে পরিবর্তন ঘটাতে তাদের হিসাব-নিকাশ ছিল ভুল।

হিজবুল্লাহর সেকেন্ড ইন কমান্ড বলেন: জেনারেল কাসেম সোলেইমানি ও তার সাথীদের শাহাদাতের পর আমরা আরও বেশী শক্তিশালী হয়েছি। আর তা আপনাদের সামনে প্রমাণিত হবে। হিজবুল্লাহ হিসেবে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে এবং পবিত্র এ পথ আমরা অব্যাহত রাখবো।

প্রসঙ্গত, লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেইমানি, ইরাকের হাশদাশ শাবি’র সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল-মুহানদিকে গত ৩ জানুয়ারি ভোরে সাম্রাজ্যবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে বাগদাদ বিমানবন্দরে হত্যা করা হয়।#