‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
মঙ্গলবার

১৪ জানুয়ারী ২০২০

৭:১৩:২৪ AM
1002202

হত্যাকাণ্ডের মাধ্যমে প্রতিরোধ সংগ্রামের প্রতি ইরানের সমর্থন বন্ধ করা যাবে না: লারিজানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, ইসলামি প্রতিরোধ সংগ্রামের প্রতি তেহরানের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে। জেনারেল সোলাইমানি শহীদ হওয়ায় তা বন্ধ হয়ে যাবে না। তিনি তেহরানে লেবাননের কৃষি ও পর্যটন বিষয়ক সংসদীয় কমিটির প্রধান আইয়ুব হামিদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

(ABNA24.com) লারিজানি আরও বলেছেন, প্রতিরোধ সংগ্রামের ক্ষতি করতেই মার্কিন যুক্তরাষ্ট্র জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করেছে। ইহুদিবাদী ইসরাইলকে সঙ্গে নিয়ে আমেরিকা এই হত্যার পরিকল্পনা করে বলে তিনি জানান।

ইরানের সংসদ স্পিকার বলেন, জেনারেল সোলাইমানিকে হত্যার ঘটনায় ইরানসহ গোটা বিশ্বই প্রতিক্রিয়া দেখিয়েছে। আমেরিকা ভেবেছিল কুদস ফোর্সের প্রধানকে হত্যা করা হলে প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন ও সহযোগিতায় বিঘ্ন ঘটবে। কিন্তু আমেরিকা ও দখলদার ইসরাইল সব সময় এই ভুল করে আসছে। আমরা আবারও বলছি এর ফলে আমাদের সমর্থন ও সহযোগিতায় কোনো ব্যাঘাত ঘটবে না।

এ সময় লেবাননের সংসদীয় কমিটির প্রধান আইয়ুব হামিদ বলেন, ইরান অন্যায় নিষেধাজ্ঞা সত্ত্বেও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রেখেছে এবং শত্রুদের ষড়যন্ত্র নস্যাৎ করতে সক্ষম হয়েছে। প্রতিরোধ সংগ্রামের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে বলে তিনিও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

..........
340