‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
বুধবার

১৫ জানুয়ারী ২০২০

৬:০৯:২২ AM
1002509

জেনারেল সোলাইমানিকে সর্বোচ্চ পদক দিল সিরিয়া, ইরান পাশে থাকবে বললেন সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইরান সব সময় সিরিয়ার সরকার ও জনগণের পাশে থাকবে। তিনি আজ (মঙ্গলবার) তেহরানে সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিসের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

(ABNA24.com) সালামি আরও বলেছেন, ইরান সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতাকে নিজের ভৌগোলিক অখণ্ডতা বলে মনে করে এবং এর প্রতি সর্বোচ্চ সম্মান দেখায়। তিনি বলেন, সিরিয়া থেকে সব শত্রু উৎখাত না হওয়া পর্যন্ত ইরান সহযোগিতা অব্যাহত রাখবে।

এ সময় সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিস বলেন, ইরানের শহীদ জেনারেল কাসেম সোলাইমানি হচ্ছেন গোটা মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং যুদ্ধের ময়দানে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও তাদের মিত্রদের পরাজয়ের স্থপতি। শহীদ সোলাইমানি মুসলিম বিশ্বের শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে স্থায়ী প্রভাব রেখে গেছেন বলে তিনি জানান।

সিরিয়ার প্রধানমন্ত্রী বলেন, শহীদ সোলাইমানির প্রদর্শিত পথ অব্যাহত থাকবে। জেনারেল সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে মার্কিন সন্ত্রাসী বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান সামরিক ক্ষেত্রে নিজের শক্তিমত্তার পরিচয় দিয়েছে বলে তিনি জানান।

গতকাল সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী আব্দুল্লাহ আইয়ুবও ইরান সফর করেছেন। তিনি তেহরানে জেনারেল সোলাইমানির সম্মানে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামির কাছে সিরিয়ার সর্বোচ্চ জাতীয় পদক হস্তান্তর করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের পাঠানো সর্বোচ্চ পদকটি শহীদ সোলাইমানির পরিবারের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করা হয়েছে।

...........
340