‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
সোমবার

২০ জানুয়ারী ২০২০

৭:৩৭:১৫ AM
1003888

পশ্চিম এশিয়ার ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী আমেরিকা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, বর্তমানে পশ্চিম এশিয়ায় ভয়ানক পরিস্থিতি বিরাজ করছে এবং এ পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে আমেরিকা। ভারতের 'টাইমস নাও' টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

(ABNA24.com) জারিফ আরও বলেন, আমেরিকার দাম্ভিকতার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং আমেরিকা সব কিছুকে নিজের স্বার্থের ভিত্তিতে বিবেচনা করছে পশ্চিম এশিয়ার জনগণের কথা ভাবছে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন- আমেরিকাকে এ বাস্তবতা উপলব্ধি করতে হবে যে, জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর বিশ্বের বিভিন্ন স্থানে তাঁর স্মরণে শোকানুষ্ঠান পালিত হয়েছে।  

জাওয়াদ জারিফ বলেন, জেনারেল সোলাইমানি নিহত হওয়ায় কেবল জঙ্গি গোষ্ঠী আইএস (দায়েশ), মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও খুশি হয়েছেন। তিনি আঞ্চলিক ইস্যুতে ভারতকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে ট্রাম্পের নির্দেশে হত্যা করার পর থেকে গোটা পশ্চিম এশিয়ায় উত্তেজনা বেড়েছে।

...........
340