‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
বুধবার

২২ জানুয়ারী ২০২০

৭:৫১:০২ AM
1004416

ইরান ও ভেনিজুয়েলার বিরুদ্ধে মার্কিন চাপ মানবতাবিরোধী অপরাধ: রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ভেনিজুয়েলা এবং ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের অবৈধ নিষেধাজ্ঞাসহ চাপ সৃষ্টির কৌশল ও ষড়যন্ত্র প্রকৃতপক্ষে মানবতাবিরোধী অপরাধ। মার্কিন এই ষড়যন্ত্র মোকাবেলার মৌলিক উপায় হচ্ছে প্রতিরোধ।

(ABNA24.com) তেহরান সফররত ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরেয়াযার সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। তিনি বলেন, ইরান ও ভেনিজুয়েলার ওপর বেআইনি নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন মানবতাবিরোধী অপরাধ করছে। তবে নিঃসন্দেহে স্বাধীনতাকামী জাতিগুলো মার্কিন এই চাপ এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং যেসব জাতি মার্কিন এই চাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে তারা নিঃসন্দেহে এই লড়াইয়ে বিজয়ী হবে এবং আমেরিকাকে অনুতপ্ত হতে হবে।

প্রেসিডেন্ট রুহানি বলেন, বর্তমান মার্কিন প্রশাসন স্বাধীনচেতা জাতি ও সরকারগুলোর বিরুদ্ধে কাজ করছে এবং বিশ্বে তারা ইহুদিবাদী ইসরাইলের নীতি বাস্তবায়নকারী শক্তিতে পরিণত হয়েছে। ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট দু'দেশের মধ্যকার সম্পর্কের প্রশংসা করে তিনি বন্ধুপ্রতিম ভেনিজুয়েলার সঙ্গে সম্পর্ক আরো বাড়ানোর ক্ষেত্রে তেহরানের প্রস্তুতির কথা ঘোষণা করেন।

বৈঠকে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের ঘটনায় তার দেশের পক্ষ থেকে শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বলেন, শত্রুর ষড়যন্ত্র ও চাপের বিরুদ্ধে স্বাধীনতাকামী দেশগুলো নিজেদের স্বার্থ রক্ষা করবে। লাতিন আমেরিকার দেশগুলো যখন মার্কিন সরকার সৃষ্ট রাজনৈতিক সংকটের কারণে জর্জরিত তখন এসব দেশের প্রতি ইরানের সমর্থনের প্রশংসা করেন ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী।

একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নিয়ে ভেনিজুয়েলার শীর্ষ পর্যায়ের এ কূটনীতিক রোববার তিনদিনের সফরে তেহরান পৌঁছান। সফরে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফসহ উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন।

...........
340