‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

২২ জানুয়ারী ২০২০

৫:৪২:৩১ PM
1004584

আলেম ও যুবসমাজসহ সর্বস্তরের জনগণের মাঝে প্রতিরোধ আন্দোলন ও আত্মত্যাগের সংস্কৃতি প্রসারের লক্ষ্য নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন ইরাকি আলেমরা।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বাগদাদে অবস্থানরত ইরানি কালচারাল কাউন্সেলরের সাথে এক সাক্ষাতে ইরাকের জামায়াতে আহলে সুন্নাতের প্রধান আলেম ও যুবসমাজসহ সর্বস্তরের জনগণের মাঝে প্রতিরোধ আন্দোলন ও আত্মত্যাগের সংস্কৃতি প্রসারের লক্ষ্য নিয়ে ‘ওলামায়ে মোকাভেমাহ’ (প্রতিরোধ আন্দোলনের আলেমবৃন্দ) শিরোনামে এক বৈঠক আয়োজনের তথ্য দিয়েছেন।

সন্ত্রাসবাদী মার্কিন সরকার কর্তৃক লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেইমানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল-মুহানদিস ও তার সাথীদের শাহাদাতের ঘটনায় সমবেদনা জানাতে শাইখ খালেদ ইরানি কাউন্সেলর হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ‘গোলাম রেজা আবাযারি’র সাথে বাগদাদে সাক্ষাত ও মতবিনিময় করেন।

শাইখ খালেদ আল-মালা বলেন: জেনারেল কাসেম সোলেইমানি ও তাঁর সাথীদের শাহাদাত এবং ইরানি ও ইরাকি ২ কমান্ডারের রক্ত এভাবে মিশে একাকার হয়ে যাওয়ার ফলস্বরূপ মুসলিম বিশ্বে ঐক্য জোরদার হবে। পাশাপাশি সর্বস্তরে ইরান ও ইরাকের সাফল্য এবং প্রতিরোধ আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জিত হবে। যা নিশ্চিতভাবে শত্রুদের পতনের ক্ষেত্র তৈরী করবে।

ইরানি ও ইরাকি যুবসমাজের মধ্যকার পারস্পারিক সাংস্কৃতিক সহযোগিতা উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন: শহীদদের রক্ত যাতে বৃথা না যায় সে লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে এবং সর্বশক্তি দিয়ে শহীদদের পথ অব্যাহত রাখতে হবে।

জামায়াতে উলামায়ে আহলে সুন্নাতে ইরাক বলেন: আমি এবং সাংস্কৃতিক অঙ্গনে তৎপর ইরাকের বেশ কয়েকজন আলেম, ‘উলামায়ে মোকাভেমাহ’ শিরোনামে বিশেষ বৈঠক আয়োজনের চেষ্টা চালাচ্ছি; যাতে এর মাধ্যমে আলেম ও যুবসমাজসহ সর্বস্তরের জনগণের মাঝে প্রতিরোধ আন্দোলন ও আত্মত্যাগের সংস্কৃতির প্রসার ঘটাতে পারি।

হাজ কাসেম সোলেইমানি ও আবু মাহদি আল-মুহানদিসের শাহাদাত ২ জাতির ঐক্যকে আরো শক্তিশালী করবে এ কথা উল্লেখ করে ইরানি কাউন্সেলর আবাজারি বলেন:  উভয় জাতি এ মহান ২ শহীদের পথ অব্যাহত রাখবে।

এ সময়, সাংস্কৃতিক অঙ্গনে ইরাকে যেকোন প্রকার সহযোগিতার জন্য নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেন ইরানি কাউন্সেলর।#