‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
বৃহস্পতিবার

২৩ জানুয়ারী ২০২০

৬:৫৩:২২ AM
1004723

মধ্যপ্রাচ্যে ইরানের শক্তিশালী উপস্থিতি অব্যাহত থাকবে: পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, শত্রু লেঃ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ও উপস্থিতি হ্রাস করার চেষ্টা করছে; কিন্তু ওই প্রচেষ্টার বিপরীতে এ অঞ্চলে ইরানের শক্তিশালী উপস্থিতি অব্যাহত থাকবে।

(ABNA24.com) তিনি বুধবার রাতে ইরানের এক নম্বর রেডিও চ্যানেলকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

সন্ত্রাসী মার্কিন সেনাদের হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান লেঃ জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাৎ প্রসঙ্গে মুসাভি বলেন, তার হত্যাকাণ্ড ইরানের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে এনেছে। কিন্তু তা সত্ত্বেও শহীদ সোলাইমানির রক্ত বিশ্বব্যাপী মহাশক্তি হয়ে আবির্ভূত হয়েছে। বহু দেশে মার্কিন দূতাবাসের সামনে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে প্রতিবাদ হয়েছে।

ইরানের এই মুখপাত্র বলেন, জেনারেল সোলাইমানির রক্তের প্রথম বদলা ছিল ইরাকের মাটি থেকে মার্কিন সেনাদের বহিষ্কার করার আহ্বান জানিয়ে দেশটির সংসদে প্রস্তাব পাস। তিনি বলেন, ওই প্রস্তাবের প্রতি ইরানের সরকার ও জনগণের পাশাপাশি গোটা মধ্যপ্রাচ্যের সব মানুষের সমর্থন রয়েছে।

মধ্যপ্রাচ্যের  সব সংঘাত, অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার জন্য এ অঞ্চলে পশ্চিমা শক্তিগুলোর উপস্থিতিকে দায়ী করে সাইয়্যেদ মুসাভি বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি ঘৃণা, যুদ্ধ ও রক্তপাত ছাড়া অন্য কোনো ফল বয়ে আনেনি।

............
340