‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

২৩ জানুয়ারী ২০২০

৬:৩৯:৩৪ PM
1004883

তুরস্কের কুদস টিভি চ্যানেলের পরিচালক জানিয়েছেন, জেনারেল কাসেম সোলেইমানি হত্যার পরিকল্পনাটি ছিল জায়নবাদী পরিকল্পনা। জায়নবাদী প্রভাবে পূর্ণ প্রভাবিত সাম্রাজ্যবাদী মার্কিন সরকার ঐ পরিকল্পনা বাস্তবায়ন করেছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): তুরস্কের কুদস টিভি চ্যানেলের পরিচালক বলেন: ‘২০১৬ সালে তুরস্কে অভ্যূত্থান রুখে দেয়ার ক্ষেত্রে ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার জেনারেল শহীদ কাসেম সোলেইমানি’র ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ’। সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তুরস্কের ৫নং চ্যানেল হতে লাইভে প্রচারিত ‘বোলোশামা নুকতাসি’ অনুষ্ঠানে ঐ মন্তব্য করে তিনি বলেন: ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্ক সরকারের পতন ঘটাতে আমেরিকা, ইসরাইল ও সৌদি আরব যে অভ্যূত্থানের চেষ্টা চালিয়েছিল জেনারেল কাসেম সোলেইমানি একাই ঐ ষড়যন্ত্রে পানি ঢেলে দেন।

তিনি বলেন: তুরস্কের ৮ কোটিরও বেশী জনগণের মাঝে সেনাবাহিনীর জেনারেল ও টাইধারী রাজনীতিবিদসহ অন্যান্যদের মাঝেও যদি খোঁজ করেন, তাহলে অভ্যূত্থানের মাধ্যমে সরকার পতনের লক্ষ্যে সাম্রাজ্যবাদী ও জায়নবাদীরা যে ষড়যন্ত্র করেছিল তা থেকে তুরস্ককে রক্ষা করতে ইরানের কেরমান শহরের এই জেনারেলের (কাসেম সোলেইমানি) মত কার্যকর ভূমিকা রেখেছে এমন কাউকে খুঁজে পাবেন না।

এ বিষয়ে বিস্তারিত কিছু না বলে তিনি জানান: স্বয়ং রাজাব তাইয়্যেব এর্দোগান ভালভাবেই জানেন অভ্যূত্থানকে রুখে দিতে জেনারেল সোলেইমানি কি ভূমিকা রেখেছিলেন। এ কারণেই তিনি তাঁর হত্যা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এ কথা স্বীকার করেছেন যে, ‘ইরানের সর্বোচ্চ নেতার সাথে তার সরাসরি যোগাযোগ ছিল। স্বাভাবিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক তাঁর হত্যা জবাবহীন থাকবে না’।

নূরুদ্দীন শিরিন বলেন: জেনারেল শহীদ কাসেম সোলেইমানি শুধুমাত্র ইরানের সাথে সম্পৃক্ত ব্যক্তিত্ব ছিলেন না। বরং তিনি মুসলিম উম্মাহ এবং জায়নবাদ বিরোধী প্রতিরোধ ফ্রন্টের একজন যোগ্য কমান্ডার ছিলেন। এ কারণেই বহুবছর যাবত জায়নবাদী ইসরাইলের গুপ্তহত্যার তালিকায় তাঁর নাম ছিল।

তিনি আরও বলেন: জেনারেল কাসেম সোলেইমানি হত্যার পরিকল্পনাটি ছিল জায়নবাদী পরিকল্পনা। জায়নবাদী প্রভাবে পূর্ণ প্রভাবিত সাম্রাজ্যবাদী মার্কিন সরকার ঐ পরিকল্পনা বাস্তবায়ন করেছে।

তার সংযোজন, ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও দেশের উগ্রতাবাদি ‘ইসরাইল বেইতেইনু’ (ইসরাইল আমাদের বাড়ী) পার্টির নেতা আভিকডোর লিবারম্যানে’র উক্তিকে স্মরণ করুন; তিনি বলেছিলেন: ‘ইসরাইলের ৩টি সমস্যা, ইরান, ইরান এবং ইরান।

তুরস্কের মিডিয়া জগতের সুপরিচিত এ ব্যক্তিত্ব বলেন: লিবারম্যানের ভাষ্যানুযায়ী ইসরাইল গাজা থেকে শুরু করে লেবানন, সিরিয়া থেকে শুরু করে ইয়েমেন সর্বক্ষেত্রে নিজের সামনে প্রতিরোধ ফ্রন্টের নেতৃত্ব দানকারী কমান্ডার হিসেবে জেনারেল সোলেইমানিকেই পেয়েছে।#