‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

২৪ জানুয়ারী ২০২০

৬:৩০:৪৯ PM
1005066

ইরাকের আজকের শান্তিপূর্ণ এ মহাবিক্ষোভকে ১৯২০ সালে অনুষ্ঠিত ইরাকের ইসলামী বিপ্লব বা গণ-অভ্যুত্থানের সঙ্গে তুলনা করা হচ্ছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বেশীরভাগ গণমাধ্যম তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচীতে পরিবর্তন এনে দখলদার মার্কিনীদের বিরুদ্ধে ইরাকের জনগণের ঐতিহাসিক গণবিক্ষোভ সম্প্রচার করেছে। বিভিন্ন শিরোনামে এবং বিশ্বের বিভিন্ন ভাষায় এ গণবিক্ষোভ প্রচার করেছে বিশ্বের গণমাধ্যমগুলো।

ইরাকের আজকের শান্তিপূর্ণ এ মহাবিক্ষোভকে ১৯২০ সালে অনুষ্ঠিত ইরাকের ইসলামী বিপ্লব বা গণ-অভ্যুত্থানের সঙ্গে তুলনা করা হচ্ছে। ঐ সময় ইরাক ও ইরানের প্রখ্যাত শিয়া ও সুন্নি আলেমদের আহ্বানে ব্রিটিশ দখলদারির বিরুদ্ধে ইরাকের সর্বত্র গণ-প্রতিরোধ শুরু হয়।

ইরাকে আজকের গণ-বিক্ষোভের ডাক দিয়েছেন দেশটির প্রধান প্রধান গোত্র-প্রধান এবং তাতে সমর্থন দিয়েছেন ইরাকের শিয়া ও সুন্নি ধর্মীয় নেতৃবৃন্দসহ প্রধান রাজনৈতিক দলগুলো। এ মহাবিক্ষোভকে বাধাগ্রস্ত করার জন্য মার্কিন উদ্যোগে সিরিয়া থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অনেক কর্মী ও সদস্যকে গোপনে বিমান ও হেলিকপ্টারযোগে ইরাকে আনা হয়েছে বলে খবর দিয়েছে কোনো কোনো সূত্র।#