‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

২৪ জানুয়ারী ২০২০

৭:৩৬:১১ PM
1005094

যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক বিশেষ দূত, জেনারেল কাসেম সোলেইমানি’র বিরুদ্ধে উদ্ভট সব অভিযোগ তুলে বলেছেন: যদি [জেনারেল] কায়ানি [লেফটেন্যান্ট] সোলেইমানি’র পথ অব্যাহত রাখতে চায় তবে তিনিও একই পরিণতির শিকার হবেন।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান বিষয়ক বিশেষ দূত ব্রায়ান হুক, ইরানের কুদস ব্রিগেডের নবনিযুক্ত কমান্ডারকে হত্যার হুমকি দিয়েছেন।

সুইজারল্যান্ডের দাভোসে আরবি ভাষার দৈনিক আশ-শারক আল-আওসাতকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন: যদি [জেনারেল] কায়ানি [লেফটেন্যান্ট] সোলেইমানি’র পথ অব্যাহত রাখতে চায় তবে তিনিও একই পরিণতির শিকার হবেন।

ট্রাম্প সরকারের এ কর্মকর্তা তার সাক্ষাতকারে আবারও জেনারেল সোলেইমানি’র হত্যার পক্ষে সাফাই গাইলেন। এ পদক্ষেপ মার্কিনীদের রক্ষার জন্য আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে আখ্যায়িত করেন তিনি!

বিতর্কিত এ মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন: ‘এটা নতুন কোন হুমকি নয়। আমেরিকার স্বার্থ রক্ষার্থে সবসময় জোর প্রতিক্রিয়া দেখানোর কথা ব্যক্ত করেছেন [মার্কিন] প্রেসিডেন্ট।

বলাবাহুল্য, ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর কুদস ব্রিগেডের প্রধান জেনারেল ইসমাইল কায়ানি গত ২০ জানুয়ারি এক অনুষ্ঠানে জেনারেল সোলেইমানিকে কাপুরুষোচিতভাবে হত্যার কথা উল্লেখ করে বলেন: তারা রণাঙ্গনের যোদ্ধা ছিল না, এ জন্য তারা রনাঙ্গনে হাজ কাসেমের মুখোমুখি হওয়ার সাহস দেখায়নি। বরং তাঁকে কাপুরুষের মত শহীদ করেছে। কিন্তু মহান আল্লাহ অনুগ্রহে বিশ্বের বিভিন্ন প্রান্তে স্বাধীনচেতা যে সকল মানুষ তাঁর হত্যার প্রতিশোধ চায়, তারা বীরবিক্রমে তাঁর শত্রুদেরকে আঘাত করবে।#