‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

২৫ জানুয়ারী ২০২০

৭:৪৪:২০ PM
1005460

পশু কুরবানী ও এর সওয়াব হাদিয়া করার মাধ্যমে জেনারেল কাসেম সোলেইমানি ও তাঁর সাথীদের প্রতি নিজেদের ভালবাসার প্রকাশ ঘটিয়েছে সিঙ্গাপুরের একদল মুসলিম।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সন্ত্রাসবাদী মার্কিন সরকারের হামলায় জেনারেল কাসেম সোলেইমানি, আবু মাহদি আল-মুহানদিস ও তার সাথীদের শাহাদাতের ঘটনায় বিভিন্ন দেশের স্বাধীনচেতা মানুষ বিক্ষোভ-সমাবেশ ও মিছিল করে ট্রাম্পের এ ঘৃণ্য কর্মের নিন্দা জানানোর পাশাপাশি ইসলামের এ মহান মুজাহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

দু’টি গরু কুরবানি করে এর সওয়াব জে. কাসেম সোলেইমানি ও তাঁর সাথীদের নামে হাদিয়া করে ইসলামের মহান এ মুজাহিদদের প্রতি নিজের আন্তরিকতার প্রকাশ ঘটিয়েছেন সিঙ্গাপুরের কয়েকজন মুসলিম।

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি ২০২০ বাগদাদ বিমানবন্দরে সন্ত্রাসবাদী মার্কিন বিমান বাহিনীর হেলিকপ্টার থেকে চালানো হামলায় শহীদ হন ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর কুদস ব্রিগেডের বিখ্যাত কমান্ডার লে. জে. কাসেম সোলেইমানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল-মুহানদিস।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার ভিত্তিতে, ঐ হামলা ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে চালানো হয়েছিল। এ ঘটনায় ৩ দিন জাতীয় শোক ঘোষণা করে মহান রাহবার আয়াতুল্লাহ আল-উজমা খামেনেয়ী।

এ হামলার জবাবে গত ৮ই জানুয়ারি ভোরে ১০টিরও বেশী ব্যালেস্টিক মিসাইল নিক্ষেপ করে ইরাকে মার্কিনীদের অন্যতম সুরক্ষিত ও সুজ্জিত ঘাঁটি আইন আল-আসাদে হামলা চালায় ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্তরাষ্ট্র এ যাবতকাল তাদের সর্বোচ্চ সক্ষমতার বুলি আউড়ালেও ইরানের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্রকেও ভূপাতিত করতে পারেনি তারা এবং আইআরজিসি’র সবকটি ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে ঘাঁটিতে আঘাত করতে সক্ষম হয়।#

/...176