‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

২৬ জানুয়ারী ২০২০

৬:২২:০০ PM
1005695

আজ রোববার বিকেলে বাগদাদের গ্রীন জোনে মার্কিন দূতাবাসের কাছিকাছি রকেট হামলা চালানো হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরাকের ‘আল-সুমারিয়া নিউজ’ জানিয়েছে বাগদাদের গ্রীন জোনে মার্কিন দূতাবাসের পাশে কয়েকটি রকেট নিক্ষেপ করে হামলা চালানো হয়েছে।

বিভিন্ন সূত্রের ভাষ্য অনুযায়ী হামলায় মোট ৪ বা ৫টি রকেট ব্যবহার করা হয়েছে।

হামলার সাথে সাথে মার্কিন দূতাবাসে রেড এ্যালার্ম বেজে উঠে

এদিকে, নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে আল-মায়াদিন চ্যানেলও জানিয়েছে যে, মোট ৪টি রকেট গ্রীন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে আঘাত হেনেছে।

প্রসঙ্গত, বিগত কয়েক সপ্তাহে বাগদাদের গ্রীন জোন ও মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে কয়েকবার রকেট হামলা চালানো হয়েছে।

ইতিপূর্বে আসায়েবু আহলিল হাক গ্রুপের কমান্ডার ‘জাওয়াদ আত-তালিবাউই’ জানিয়েছিলেন, বাগদাদে গ্রীন জোনে হামলার সাথে পপুলার মোবিলাইজেশন ফোর্সের কোন সম্পর্ক নেই। জেনারেল কাসেম সোলেইমানি ও আবু মাহদি আল-মুহানদিসে’র শাহাদাতের পর থেকে তারা কোন সামরিক তৎপরতা চালায়নি।

তিনি বলেন: সত্যিই লজ্জাজনক যে, এ ধরনের হামলার সাথে প্রতিরোধ আন্দোলনের বিভিন্ন গ্রুপের নাম জুড়ে দেয়া হচ্ছে। প্রতিরোধ আন্দোলনের কোন গ্রুপই আর কাটইউশা রকেট লাঞ্চার আর ব্যবহার করে না। কারণ সাধারণ কোন অভিযানেও এর তেমন কার্যকারিতা আর নেই।

আত-তালিবাউই আরও জানান: ‘প্রতিরোধ আন্দোলনের জবাব [এমন নয়] সত্যিই ‘কঠিন’ হবে।#ফার্সনিউজ/176