‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
বুধবার

৫ ফেব্রুয়ারী ২০২০

৭:০৫:৩১ AM
1008001

ট্রাম্পের ষড়যন্ত্র মোকাবেলায় মুসলিম ঐক্য জোরদার চায় ইরান ও পাকিস্তান

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও পাকিস্তান বলেছে, ফিলিস্তিনের প্রতি সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখতে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করতে হবে। গতকাল (সোমবার) ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেইশি ফোনালাপে এ মন্তব্য করেন।

(ABNA24.com) তারা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 'ডিল অব দ্যা সেঞ্চুরি' মেনে নেওয়া যায় না। এটাকে মোকাবেলায় সব মুসলিম দেশকে এগিয়ে আসতে হবে। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি মুসলিম বিশ্বের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

ফিলিস্তিনিদের প্রবল বিরোধিতা উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফিলিস্তিন-ইসরাইল সংকট সমাধানের স্লোগান তুলে কথিত শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ উপস্থাপন করেছেন। এ সময় তার পাশে ছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মার্কিন-ইহুদিবাদী এই পরিকল্পনায় ঐতিহাসিক জেরুজালেম আল-কুদস শহরকে ইসরাইলি ভূখণ্ডের অন্তর্ভুক্ত করা হয়েছে।সেইসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদেরকে তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

...........
340