‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
রবিবার

৯ ফেব্রুয়ারী ২০২০

৬:৪৭:৩৬ AM
1008807

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলি আকবর বেলায়েতি বলেছেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কমান্ডার জেনারেল কাসেম সুলাইমানির রক্তের বরকতে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতির যুগ শেষ হতে চলেছে। এরপর আফগানিস্তানের পালা। আফগান মুজাহিদদের সিদ্ধান্তে সেখান থেকেও মার্কিনিরা বিতাড়িত হবে।

(ABNA24.com) ইরানের ধর্মীয় নগরী কোমে কাসেম সোলাইমানির শাহাদাতের চেহলামকে সামনে রেখে আয়োজিত শোকানুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বেলায়েতি আরো বলেন, মার্কিনিরা ভেবেছিল জেনারেল সুলাইমানিকে হত্যা করলেই প্রতিরোধ সংগ্রাম থেমে যাবে, কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে।জেনারেল সোলাইমানির জীবদ্দশা এবং শাহাদাত উভয়ই বরকতময়। তাঁকে হত্যার মাধ্যমে মার্কিনিরা মূর্খতার চূড়ান্ত রূপ প্রদর্শন করেছে।

ইরানের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানি কমান্ডার কাসেম সুলাইমানি এবং ইরাকি কমান্ডার আবু মাহদি আল মুহানদেসের শাহাদাতের পর ইরান ও ইরাকের মানুষ তাদের শেষ বিদায় অনুষ্ঠানে যেভাবে অংশ নিয়েছে তা ছিল নজিরবিহীন। মানুষের ব্যাপক উপস্থিতি মার্কিন শাসকগোষ্ঠীর হিসেব-নিকেশ পাল্টে দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিন বিরোধী পরিকল্পনা 'ডিল অব দ্যা সেঞ্চুরি' প্রসঙ্গে তিনি বলেন, ট্রাম্পের এই ষড়যন্ত্রের পর ফিলিস্তিনের সব সংগঠন ও গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়েছে। বেলায়েতি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা ইসলামি আন্দোলনের প্রতি সমর্থন ঘোষণা করেছেন। ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে।

............
340