‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
বুধবার

১২ ফেব্রুয়ারী ২০২০

৭:৪৪:১৫ AM
1009696

বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রা শেষে বিবৃতি: নেতার প্রতি আনুগত্যের শপথ পুনর্ব্যক্ত

ইরানের জনগণ ইসলামি বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রা শেষে এক বিবৃতিতে মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার ওপর গুরুত্ব আরোপ করেছে। আজ সকাল ৮টা থেকে রাজধানী তেহরানসহ সারাদেশের হাজার হাজার শহর ও গ্রামে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

(ABNA24.com) প্রচণ্ড ঠাণ্ডা ও তুষারপাতের মধ্যে সারাদেশে কোটি কোটি ইরানি রাস্তায় নেমে আসেন এবং ইসলামি ইরানের স্থপতি ইমাম খোমেনী (রহ.) ও ইসলামি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর প্রতি আনুগত্যের শপথ পুনর্ব্যক্ত করেন। তারা গতমাসে মার্কিন সন্ত্রাসী হামলায় শহীদ লেঃ জেনারেল কাসেম সোলাইমানির প্রদর্শিত পথ অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন।

বিবৃতিতে জেনারেল সোলাইমানি ও ইরাকের জনপ্রিয় সামরিক কমান্ডার আবুমাহদি আল-মুহান্দিস হত্যার কঠিন প্রতিশোধ গ্রহণেরও সংকল্প ঘোষণা করা হয়। ইরানের জনগণ তাদের বিবৃতিতে বলেন, পশ্চিম এশিয়া অঞ্চল থেকে মার্কিন সেনাদের পুরোপুরি বহিষ্কার ও ইহুদিবাদী ইসরাইল ধ্বংস না হওয়া পর্যন্ত তারা তাদের প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাবেন।

বিবৃতিতে আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত কথিত শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, বিশ্বের সকল মুসলমান ও স্বাধীনতাকামীর প্রতিরোধের মুখে এই নোংরা পরিকল্পনা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।

বিবৃতিতে আগামী ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ করারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন ইরানি জনগণ।

...........
340