‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
রবিবার

১৬ ফেব্রুয়ারী ২০২০

৬:৪১:০১ AM
1010678

‘সোলাইমানি হত্যাকাণ্ড ইরান-আমেরিকাকে যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়েছিল’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন বাহিনী ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে কাপুরুষোচিতভাবে হত্যার মাধ্যমে ইরান এবং আমেরিকাকে যুদ্ধের মুখোমুখি নিয়ে গিয়েছিল।

(ABNA24.com) মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসি-কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেছেন জাওয়াদ জারিফ। গতকাল (শুক্রবার) জার্মানিতে অনুষ্ঠিত মিউনিখ নিরাপত্তা সম্মেলনের অবকাশে সিএনবিসি টেলিভিশনকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এ সাক্ষাৎকার দেন।

তিনি বলেন, “আমেরিকার কাপুরুষোচিত ও যুক্তিহীন আগ্রাসনের কারণে আমরা যুদ্ধের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম।”

জাওয়াদ জারিফ বলেন, আমেরিকা জেনারেল সোলাইমানির বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে লড়াই করতে না পেরে তারা রাতের অন্ধকারে ড্রোন হামলার মাধ্যমে তাকে হত্যা করেছে অথচ সোলাইমানি তখন একটি শান্তি মিশনে ছিলেন। আমেরিকা যেভাবে জেনারেল সোলাইমানিকে হত্যা করেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য উপায় হতে পারে না।

জারিফ আরো বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি সরাসরি হামলার নির্দেশ দিয়েছিলেন তিনি ভুল ধারণা করেছিলেন যে, আমেরিকা এই আগ্রাসন চালিয়ে পার পেয়ে যাবে এবং বর্বর হত্যাকাণ্ডের মাধ্যমে আমেরিকার নিরাপত্তা জোরদার হবে। কিন্তু তার সে ধারণা ভুল প্রমাণ হয়েছে এবং ইরান মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে হামলা চালিয়েছে। আমরা এই হামলার মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে, ইরানের বিরুদ্ধে আমেরিকা বলদর্পী শক্তি প্রদর্শন করতে পারবে না; ইরানের বিরুদ্ধে কোনরকম আগ্রাসন চালালে তার জবাব তারা পাবে।”

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট যে সমস্যায় ভুগছেন তা হচ্ছে তিনি ভুল বার্তা পাচ্ছেন, তাকে ভুল বোঝানো হচ্ছে। উপদেষ্টাদের কাছ থেকে তথ্য নেয়া জরুরি কিন্তু ইরান সম্পর্কে তাকে আনাড়ি উপদেষ্টা বাদ দিয়ে ঝানু ও দক্ষ উপদেষ্টা নিয়োগ করতে হবে যিনি ইরান সম্পর্কে ভালো জানেন।

............
340