‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
মঙ্গলবার

১৮ ফেব্রুয়ারী ২০২০

৭:৫৮:৫৮ AM
1011293

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানি ও ইরাকের হাশ্‌দ আশ শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মুহানদিসের হত্যাকারীদের বিচারের লক্ষ্যে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইরানের পাশাপাশি ইরাকও এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে মামলা দায়েরের ওপর গুরুত্ব আরোপ করেছে।

(ABNA24.com) ইরান সফররত ইরাকের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও বিচার মন্ত্রণালয়ের সচিব যারি জাবির ফারহুদ আজ (সোমবার) তেহরানে ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মাদ জাফার মুনতাযেরির সঙ্গে বৈঠকে বলেছেন, হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের বিচার করতে মামলা এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, ইরান ও ইরাকের এই শহীদদের রক্ত দুই জাতির মধ্যে ঐক্য আরও জোরদার করবে। ইরাকের বিচার মন্ত্রণালয়ের মানবাধিকার বিষয়ক মহাপরিচালক মোহাম্মাদ তুর্কি আব্বাস বলেছেন, কাসেম সোলাইমানি, আবু মাহদি আল মুহানদিস ও তাদের সহযোদ্ধাদের হত্যাকাণ্ডের মামলাটিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পর্যন্ত নিয়ে যেতে হবে।

বৈঠকে ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মাদ জাফার মোনতাযেরি হত্যাকাণ্ডের হোতাদের বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বিশ্ব সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদ হচ্ছে ইরান ও ইরাকের অভিন্ন শত্রু। যৌথভাবে তাদের মোকাবিলা করতে হবে।

............
340