‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
মঙ্গলবার

১৮ ফেব্রুয়ারী ২০২০

৭:৫৯:০২ AM
1011299

'ইরানের গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্বের যেকোনো দেশের চেয়ে বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ'

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এক সংবাদ সম্মেলনে আমেরিকার সঙ্গে আলোচনা থেকে শুরু করে জেনারেল কাসেম সোলাইমানির হত্যার বদলা হিসেবে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং নির্বাচন ও অন্যান্য বিষয় নিয়ে ইরানের অবস্থান তুলে ধরেছেন।

(ABNA24.com) তেহরানে দেশি-বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে প্রেসিডেন্ট রুহানির বক্তব্যকে তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথমত, পরমাণু সমঝোতা ইস্যুতে ইরানের ওপর চাপ সৃষ্টির আড়ালে তিনি আমেরিকার সাম্রাজ্যবাদী লক্ষ্য উদ্দেশ্যের বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেন, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির মাধ্যমে আমেরিকা ইরানকে এমন একটি আলোচনায় বসতে বাধ্য করার চেষ্টা করছে যাতে তেহরান ওয়াশিংটনের কিছু অন্যায় দাবির কাছে আত্মসমর্পণ করে। কিন্তু তাদের এটা জেনে রাখা আমেরিকার এ লক্ষ্য কখনোই পূরণ হবে না। তিনি বলেন, মার্কিন কর্মকর্তাদের ধারণা সর্বোচ্চ চাপ সৃষ্টি করে ইরানকে দুর্বল করে আলোচনার টেবিলে বসাতে বাধ্য করা যাবে। কিন্তু এ ক্ষেত্রেও তারা ব্যর্থ হবে।

প্রেসিডেন্ট রুহানির এ সংবাদ সম্মেলনের দ্বিতীয় দিকটি হচ্ছে, এ অঞ্চলে আমেরিকার একতরফা নীতির কারণে সৃষ্ট চ্যালেঞ্জ ও নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন। এ প্রসঙ্গে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি 'হরমুজ শান্তি' পরিকল্পনার কথা উল্লেখ করেন।

পর্যবেক্ষকরা বলছেন, পশ্চিম এশিয়ায় গত কয়েক বছরের ঘটনাবলীর দিকে লক্ষ্য করলে বোঝা যাবে এ অঞ্চলে নিরাপত্তাহীনতা ও উত্তেজনা সৃষ্টির পেছনে আমেরিকা ও দখলদার ইসরাইল ছাড়াও সৌদি আরবের মতো দেশগুলোরও বিরাট ভূমিকা রয়েছে। সৌদি আরব গত পাঁচ বছর ধরে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে আসছে এবং তাদের এ পদক্ষেপ ভুল এবং এর জন্য তাদেরকে চরম মূল্য দিতে হচ্ছে। এখন পর্যন্ত তারা ইয়েমেনের বিরুদ্ধে বিজয়ের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না। এ ব্যাপারে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, আমরা সবসময় এ অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠার চেষ্টা করছি এবং শহীদ কাসেম সোলাইমানি এ ক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি যখন শহীদ হন তখন আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার মিশন নিয়ে ইরাকে গিয়েছিলেন।

তৃতীয় বিষয়টি হচ্ছে, প্রেসিডেন্ট রুহানি তার ওই সংবাদ সম্মেলনে ইরানে আসন্ন সংসদ ও বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন নিয়ে কথা বলেন। ইরানের নির্বাচন লোক দেখান-মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুকের সাম্প্রতিক এমন অবমাননাকর মন্তব্যের জবাবে প্রেসিডেন্ট রুহানি বলেছেন, ইসলামি ইরানের গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্বের অন্য যে কোনো দেশ এমনকি আমেরিকাসহ পাশ্চাত্যে দেশগুলোর চেয়ে অনেক বেশী বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ।

গত ৪১ বছরের অভিজ্ঞতায় দেখা গেছে, ইরানের প্রতিটি নির্বাচন ছিল এ দেশটির জন্য কল্যাণকর এবং শত্রুদের জন্য ক্ষতিকর। এ কারণে আমেরিকা সবসময়ই  চেষ্টা করেছে ইরানের জনগণ যাতে নির্বাচনে অংশ না নেয়। কিন্তু এ ক্ষেত্রেও আমেরিকা ব্যর্থ হয়েছে।

...........
340