‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
বুধবার

১৯ ফেব্রুয়ারী ২০২০

৬:৫১:০০ AM
1011532

ফিলিস্তিন সংকট: সমাধানের যে দু'টি পথ বলে দিলেন জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, কয়েক দশকের ফিলিস্তিন-ইসরাইল সংকট সমাধানের একমাত্র বৈধ উপায় হচ্ছে প্রতিরোধ লড়াই এবং গণভোট। একইসঙ্গে দখলদার ইসরাইলকে শক্তিশালী করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংকট সমাধানের জন্য যে ষড়যন্ত্রমূলক প্রস্তাব উত্থাপন করেছেন তাতে কোনো ফল বয়ে আনবে না বলেও জানান তিনি।

(ABNA24.com) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির অফিসিয়াল ওয়েবসাইট খামেনেয়ি.আইআরকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী জারিফ এসব মন্তব্য করেন। জারিফ বলেন, ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করে এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বেআইনি ইহদি বসতি স্থাপন করার নীতি অব্যাহত থাকলে ফিলিস্তিন সংকটের কোনো সমাধান আসবে না।

পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, "আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইলের অপমান এবং তাদের পক্ষ থেকে আসা ক্রমবর্ধমান চাপের কাছে নতিস্বীকার না করে ফিলিস্তিনিদের সামনে দু'টি পথ খোলা রয়েছে যা একসঙ্গে চলতে পারে এবং একটি অপরটি থেকে আলাদা হতে পারবে না। একটি হচ্ছে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাওয়া এবং অপরটি হচ্ছে গণতান্ত্রিক উপায়ে জনগণের ভোটের আয়োজন করা। ফিলিস্তিনিরা এ দু'টি সমাধানের পথ সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এ সংকটের একটি যৌক্তিক সমাধান আসবে।     

জারিফ বলেন, ফিলিস্তিন সংকট নিরসনের লক্ষ্যে ইরানের সর্বোচ্চ নেতার প্রস্তাবিত গণভোট আয়োজন করার একটি প্রস্তাব গত বছর জাতিসংঘে পেশ করেছিল তার দেশ। তিনি আরো বলেন, ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলন স্পষ্ট এবং এটি তারা অব্যাহত রেখেছে। ফিলিস্তিনিদের সব পক্ষকেই ট্রাম্পের ডিল অব দ্যা সেঞ্চুরির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিরোধকামীতার ওপর ভিত্তি করে গড়ে উঠা ফিলিস্তিনিদের এ ঐক্য ইহুদিবাদীদের ষঢ়যন্ত্র ব্যর্থ করে দিতে সহায়তা করবে বলেও জানান জারিফ।

............
340