‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
বৃহস্পতিবার

২০ ফেব্রুয়ারী ২০২০

৭:৫১:৪৯ AM
1011827

ইরানের একাদশ সংসদ নির্বাচন:

ভোটারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ আমেরিকার গা জ্বালার কারণ: রুহানি

ইরানের প্রেসিডেন্ট বলেছেন: ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে ভোটারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ আমেরিকার গা জ্বালার কারণ হবে। ড. হাসান রুহানি বলেন ইরানের জনগণ ঐক্যবদ্ধভাবে আমেরিকাকে দেখিয়ে দেবে-তারা কত শক্তিশালী।

(ABNA24.com) মন্ত্রী পরিষদের বৈঠকে আজ প্রেসিডেন্ট রূহানি আরও বলেন, আমাদের সংসদ খুবই শক্তিশালী। শুক্রবার অনুষ্ঠেয় ১১তম সংসদ নির্বাচনে জনগণ স্বতস্ফূর্তভাবে অংশ নিয়ে শত্রুদের আবারও হতাশ করে দেবে। আগামী ২১ ফেব্রুয়ারি ইরানের মোট ২০৮ টি নির্বাচনী এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে। একইদিনে বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনও ৫টি নির্বাচনী এলাকায় অনুষ্ঠিত হবে। এলাকা ৫টি হলো তেহরান, ফার্স, খোরাসানে শোমলি, খোরাসানে রাজাভি এবং কোম।

রুহানি বলেন ইরানি জাতির বিরুদ্ধে অবরোধ আমেরিকার একটি সন্ত্রাসী পদক্ষেপ। আমেরিকার মসনদে এখন এমন একটি গোষ্ঠি আসীন হয়েছে যারা ইহুদিবাদী ইসরাইল এবং তাদের দোসরদের সহযোগিতায় ইরানের জনগণের বিরুদ্ধে সমস্যা সৃষ্টি করেছে।

তিনি বলেন মধ্য এশিয়া বিশেষ করে ইরানের ব্যাপারে আমেরিকা ভুল নীতি গ্রহণ করেছে। তিনি স্মরণ করিয়ে দেন যে ঐক্যবদ্ধ ও শক্তিশালী ইরানি জাতির বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ আর কোনো কাজে দেবে না। সুতরাং নিরুপায় আমেরিকার উচিত আত্মসমর্পন করে সত্যকে মেনে নেয়া। শহীদ জেনারেল সোলাইমানির দাফন অনুষ্ঠানে কোটি কোটি জনতার উপিস্থতির কথা উল্লেখ করে রুহানি বলেন বছরের পর বছর ধরে আমেরিকাসহ পশ্চিমাদের অনেকেই ইরান সম্পর্কে যে ধারণা পোষণ করতো তা চরম ভুল বলে প্রমাণিত হয়েছে।

............
340