‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
মঙ্গলবার

৩ মার্চ ২০২০

৬:০৩:৩৫ AM
1014460

ভারতের দিল্লিতে মুসলমানদের ওপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করল ইরান

ভারতের দিল্লিতে মুসলমানদের ওপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, ইরান ভারতকে ধর্মীয় সহনশীলতার দেশ হিসেবে মনে করে। এ অবস্থায় ভারতে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার খবর উদ্বেগজনক।

(ABNA24.com) তিনি আজ (সোমবার) ভিডিও লিঙ্কের মাধ্যমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ভারতের মুসলমানদের বিরুদ্ধে হামলায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমরা আশা করছি দ্রুতই ভারতে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার অবসান ঘটবে এবং ভারতীয় নেতাদের বিচক্ষণতার আলোকে তেহরান এ আশা করছে।

ভারতে ধর্মীয় সহিংসতার ওপর ইরান নজর রেখেছে বলেও তিনি জানান।

ভারতের দিল্লিতে সাম্প্রতিক সহিংসতায় ৪০ জনের বেশি নিহত হয়েছে। অনেকের ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে খোদ ভারতের অভ্যন্তরে ব্যাপক প্রতিবাদ হচ্ছে।

দিল্লির দাঙ্গা নিয়ে অবিলম্বে আলোচনা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষ আজ দিনভর অচল থাকল।

.............
340