‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
বুধবার

৪ মার্চ ২০২০

৬:১৭:০২ AM
1014657

ইরানের সঙ্গে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কৌশলগত সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন ওই সংগঠনের পলিটব্যুরো প্রধান ও সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া। তিনি আরবি নিউজ চ্যানেল আল-মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

(ABNA24.com) সাক্ষাৎকারে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ সংগ্রামের প্রতি ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানির সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন হানিয়া।তিনি বলেন, হামাসসহ অন্যান্য ফিলিস্তিনি সংগঠনের ইসরাইল বিরোধী সশস্ত্র প্রতিরোধে শহীদ সোলাইমানি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন।

গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে সন্ত্রাসী মার্কিন বাহিনীর ড্রোন হামলায় শহীদ হন জেনারেল কাসেম সোলাইমানি।

সাক্ষাৎকারে ফিলিস্তিন সংকট সমাধানের জন্য আমেরিকা কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ নামক যে পরিকল্পনা উত্থাপন করেছে তা প্রত্যাখ্যান করে হামাস নেতা বলেন, এই পরিকল্পনা আমেরিকা কুতসিৎ রাজনৈতিক চেহারা এবং কথিত শান্তি প্রক্রিয়ার তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেছে।

ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামকে চিরতরে স্তব্ধ করে দেয়ার লক্ষ্যে ডিল অব দ্যা সেঞ্চুরি উত্থাপন করা হয়েছে জানিয়ে ইসমরাইল হানিয়া এই পরিকল্পনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করার জন্য সবগুলো ফিলিস্তিনি সংগ্রামী দলের প্রতি আহ্বান জানান।

...........
340