‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
বৃহস্পতিবার

৫ মার্চ ২০২০

৬:২৩:১৭ AM
1014877

ভারতে মুসলিম হত্যার বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে মুসলমানদের বিরুদ্ধে রক্তক্ষয়ী সহিংসতা ও সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে ইরানের রাজধানী তেহরানে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে ভারতে মুসলিম-বিরোধী সাম্প্রদায়িক দাঙ্গা ও সহিংসতার প্রতিবাদ এবং নিন্দা জানানো হয়।

(ABNA24.com) গতকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশে তেহরানের সাধারণ মানুষ, বিশ্ববিদ্যালয় ছাত্র এবং আলেম-উলামারা অংশ নেন। বিক্ষোভকারীরা ভারতীয় উগ্রবাদী হিন্দুদের সহিংসতার নিন্দা জানান। পাশাপাশি ভারত সরকার মুসলমানদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করেছে তারও নিন্দা-প্রতিবাদ জানান তারা।

ভারতে মুসলিম-বিরোধী সাম্প্রতিক দাঙ্গা-সহিংসতা এবং মুসলমানদের ওপর যে বর্বরতা চলছে সে ব্যাপারে নীরবতা ভাঙার জন্য বিক্ষোভকারীরা আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান। এসময় বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন রকমের প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন ছিল যাতে দাঙ্গাবিরোধী নানা স্লোগান লেখা ছিল।

বিক্ষোভকারীরা বলেন, “বিশ্বের যেখানেই মানুষের উপরে জুলুম নির্যাতন হবে সেখানে প্রতিবাদ করা আমাদের দায়িত্ব।”

............
340