‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
শনিবার

৭ মার্চ ২০২০

৬:৩৫:২০ AM
1015262

ইরানের সর্বোচ্চ নেতার প্রশংসা করে পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বার্তা

ভারতের মুসলমানদের প্রতি সমর্থন দেওয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, "ভারতের মুসলমান ও কাশ্মীরের জনগণের বিরুদ্ধে মোদি সরকারের জুলুম ও হত্যাযজ্ঞের নিন্দা জানানোয় আমি ইরানের সর্বোচ্চ নেতাকে ধন্যবাদ জানাচ্ছি।"

(ABNA24.com) ইমরান খান আরও বলেছেন, দুঃখজনকভাবে মুসলিম দেশগুলোর খুবই কম সংখ্যক নেতা ভারতে মুসলিম নিধনের বিরুদ্ধে কথা বলছেন। এ কারণে উগ্র হিন্দু ও ভারত সরকারের ঔদ্ধত্য বাড়ছে।  

এর আগে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলাভিও ভারতে মুসলমান হত্যার বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার অবস্থানের প্রশংসা করেছেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল খামেনেয়ি গতকাল (বৃহস্পতিবার) ভারতের উগ্র হিন্দুদের মোকাবেলা করতে সেদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভারতে মুসলমানদের হত্যা করার কারণে গোটা মুসলিম বিশ্বের হৃদয় আহত হয়েছে। উগ্র হিন্দু এবং উগ্র হিন্দুদের সমর্থনকারী দলগুলোর মোকাবেলায় ভারত সরকারকে রুখে দাঁড়াতে হবে এবং মুসলমান হত্যা বন্ধের মাধ্যমে মুসলিম বিশ্বে তাদের একঘরে হয়ে পড়া ঠেকাতে হবে।

সম্প্রতি ভারতের রাজধানী নয়া দিল্লিতে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় প্রায় ৫০ জনের বেশি নিহত হয়েছে। মুসলমানদের ঘরবাড়ি ও মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মুসলিম বিরোধী সহিংসতা ঠেকাতে পুলিশ তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেনি বলেও অভিযোগ উঠেছে।

............
340