‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
সোমবার

৯ মার্চ ২০২০

৭:০৭:৪৪ AM
1015666

ভারতের ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরানের আহ্বান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের মানবাধিকার বিষয়ক সদরদপ্তর ভারতে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে। প্রতিষ্ঠানটি আজ (শনিবার) এক বিবৃতিতে বলেছে, ভারত সরকারকে মুসলমানদের নাগরিক ও মানবিক অধিকার নিশ্চিত করতে হবে এবং ইসলামবিদ্বেষী ও সহিংসতাকামীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।

(ABNA24.com) বিবৃতিতে বলা হয়, ভারতে সম্প্রতি যে ঘটনা ঘটেছে তা গোটা মানব জাতির সম্মান ও মর্যাদার ওপর আঘাত এবং একদল বিবেকহীন ব্যক্তি নিরাশ্রয় মানুষের ওপর নৃশংসতা চালিয়েছে। ভারতীয় জাতির সমৃদ্ধ সংস্কৃতির প্রতি ইঙ্গিত করে ওই বিবৃতিতে বলা হয়, ভারতের সংবিধানেও ধর্ম ও বর্ণের ভিত্তিতে বৈষম্যের বিরোধিতা করা হয়েছে। ভারত সরকারও সবসময় নাগরিকদের সমান অধিকারের ওপর গুরুত্বারোপ করে এসেছে।

ইরানের বিচার বিভাগের মানবাধিকার বিষয়ক সদরদপ্তর আরও বলেছে, ভারতে মুসলমানদের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় ব্রিটিশ ঔপনিবেশিক আমলের আচরণের প্রভাব স্পষ্ট। বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টির জন্যই ব্রিটিশরা এ ধরণের আচরণ করতো।

ইরানের এই মানবাধিকার প্রতিষ্ঠান ভারতীয় মুসলমানদের জান-মাল ও সম্মান রক্ষায় সোচ্চার হতে বিশ্বের সব মানুষের প্রতি আহ্বান জানিয়েছে।

ভারতের দিল্লিতে সাম্প্রতিক সহিংসতায় ৫০ জনের বেশি নিহত হয়েছে। ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

...........
340