‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
সোমবার

৯ মার্চ ২০২০

৭:০৭:৪৫ AM
1015669

ভারতে উগ্র হিন্দুদের হাতে মুসলিম হত্যার নিন্দা জানালেন আয়াতুল্লাহ নুরি হামেদানি

ইরানের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ হোসেইন নুরি হামেদানি ভারতের রাজধানী দিল্লিতে উগ্র হিন্দুদের হাতে মুসলমান হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি আজ (রোববার) এক বিশেষ বার্তায় বলেছেন, ভারতে মুসলিম নিধন অত্যন্ত ভয়াবহ ও বেদনাদায়ক অপরাধ যা আন্তর্জাতিক গণমাধ্যমের নীরবতার সুযোগে নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে।

(ABNA24.com) আয়াতুল্লাহ নুরি হামেদানি দুঃখ প্রকাশ করে বলেন, মুসলিম নেতৃতৃন্দের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই দুঃখজনক ঘটনা শুধু চেয়ে চেয়ে দেখছে। ভারত সরকার অতি দ্রুত উগ্র হিন্দু গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার মাধ্যমে মুসলমানদের দুর্দশার অবসান ঘটাবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইরানের এই প্রভাবশালী আলেম বলেন, ভারতের মুসলমানরা অতীতের মতো স্বাধীনভাবে দেশটিতে বসবাস ও সব ধরনের কর্মতৎপরতা চালাতে পারবে বলে তিনি আশা করছেন।

আয়াতুল্লাহ নুরি হামেদানি তার বার্তায় আরো বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে ভারতের জনগণ সুদীর্ঘকাল ধরে পারস্পরিক সহাবস্থান করে এসেছে। কাজেই বর্তমানেও দেশটির সেই শান্তিকামী জনগণ মুষ্টিমেয় কিছু লোককে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপতৎপরতা চালাতে দেবে না বলে আশা করছি। ”

এর আগে গত বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ভারতের উগ্র হিন্দুদের মোকাবেলা করতে সেদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনি  ভারতের দিল্লিতে মুসলিম বিরোধী সহিংসতার নিন্দা জানিয়ে ওই আহ্বান জানান। এ ছাড়া, নয়াদিল্লিতে মুসলিম বিরোধী সহিংসতার নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিচার বিভাগ।

............
340