‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
সোমবার

১৬ মার্চ ২০২০

৮:০৮:৫৮ AM
1017931

করোনাভাইরাস মোকাবিলা: সার্কের আওতায় সহযোগিতা চায় পাকিস্তান

করোনাভাইরাস মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা শুরু করতে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছে পাকিস্তান। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আয়েশা ফারুকি শনিবার বলেছেন, করোনাভাইরাসের বিস্তার রোধ করার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা একান্ত প্রয়োজন।

(ABNA24.com) পাকিস্তান এমন সময় সার্কের গঠনকাঠামোর আওতায় করোনাভাইরাস মোকাবিলার আহ্বান জানাল যখন ইসলামাবাদ ও নয়াদিল্লি মধ্যকার মতবিরোধের কারণে আঞ্চলিক এই সংস্থাটি অকার্যকর হয়ে রয়েছে।  

ফারুকি বলেন, পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনাভাইরাস মোকাবিলার উপায় নিয়ে কথা বলতে চান।

দক্ষিণ-এশীয় সহযোগিতা সংস্থা- সার্ক একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা এবং জনসংখ্যার দিক থেকে বিশ্বের যেকোনো আঞ্চলিক সহযোগিতা সংস্থার তুলনায় বড় ও প্রভাবশালী ভূমিকার রাখতে পারে। তবে সংস্থাটি ২০১৬ সাল থেকে অকার্যকর হয়ে রয়েছে। ওই বছর থেকে সার্কভুক্ত দেশগুলোর শীর্ষ নেতাদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়নি। ভারত ও পাকিস্তানের মধ্যকার তীব্র মতবিরোধই মূলত সার্কের অকার্যকারিতার জন্য দায়ী।

ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগাস্তিান সার্কের পূর্ণাঙ্গ সদস্য। এ ছাড়া, ইরান ও চীন এই আঞ্চলিক সংস্থার পর্যবেক্ষক সদস্য এবং এই দু’টি দেশই সার্কের পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়ার আবেদন জানিয়েছে।

.............
340