‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ParsToday
মঙ্গলবার

২৪ মার্চ ২০২০

৮:২৬:৫২ AM
1020012

পাকিস্তানিদের করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আলভি ও ইমরানের

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এবং প্রধানমন্ত্রী ইমরান খান করোনাভাইরাসের বিরোধী লড়াইয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

(ABNA24.com) আরিফ আলভি তার বার্তায় বলেন, পাকিস্তানকে ঐক্যবদ্ধভাবে সংকট পাড়ি দিতে হবে। অন্যদিকে, ইমরান খান পাকিস্তানবাসীদের করোনাবিরোধী লড়াইয়ে আতঙ্কিত না হওয়ার এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। আজ (সোমবার) পাকিস্তান দিবস উপলক্ষে দেয়া পৃথক বার্তায় এ আহ্বান জানান তারা।

পাকিস্তান দিবসের বার্তায় তারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের প্রসঙ্গও উল্লেখ করেছেন। কাশ্মিরের ওপর নয়াদিল্লির আরোপিত ২০০ দিনের বেশি লকডাউন বা অবরোধ তুলে নেয়ার আহ্বানও জানান হয়।

পাকিস্তানে কোভিড-১৯'এর রোগীর সংখ্যা ৮০০ অতিক্রম করেছে এবং এর মধ্যে এ পর্যন্ত পাঁচজন প্রাণ হারিয়েছেন। করোনা প্রকোপের প্রেক্ষাপটে চলতি বছর খুবই সাদামাটা ভাবে পাকিস্তান দিবস পালন করা হচ্ছে। করোনাভাইরাসের প্রকোপের কারণে দেশটিতে এর আগে সামরিক কুচকাওয়াজসহ সব ধরণের জনসমাবেশ বাতিল করা হয়।

............
340