‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
বুধবার

১৫ এপ্রিল ২০২০

৫:৩৭:৪৬ AM
1025927

ট্রাম্পের ইরান-বিরোধী যুদ্ধের ক্ষমতা হ্রাসের বিলে সই করলেন পেলোসি

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সেদেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান-বিরোধী যুদ্ধ করার ক্ষমতা হ্রাস করে পাস হওয়া বিলে সই করেছেন। গত ১‌১ মার্চ প্রতিনিধি পরিষদে বিলটি অনুমোদিত হয়েছিল।

(ABNA24.com) ২২৭-১৮৬ ভোটের বড় ব্যবধানে পাস হওয়া ওই বিলে বলা হয়, কংগ্রেসের অনুমতি ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবেন না। বিলটি আইনে পরিণত হওয়ার জন্য অবশ্য ট্রাম্পের স্বাক্ষরের প্রয়োজন রয়েছে; কিন্তু তিনি আগেই ঘোষণা দিয়ে রেখেছেন এই বিলে তিনি ভেটো অধিকার প্রয়োগ করবেন। প্রেসিডেন্টের ভেটোর পরও কোনো বিল আইনে পরিণত করার জন্য কংগ্রেসের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন।

গত জানুয়ারি মাসের গোড়ার দিকে ইরানের কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লে. জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যা করে আমেরিকা। প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি নির্দেশে ইরাকের রাজধানী বাগদাদে জেনারেল সোলায়মানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয়।ওই ঘটনার পর প্রতিনিধি পরিষদ ট্রাম্পের যুদ্ধ করার ক্ষমতা কমানোর পরিকল্পনা হাতে নেয়।

............
340