‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
বুধবার

২২ এপ্রিল ২০২০

৬:৩০:৫২ AM
1028544

ভারতে আটকা পড়েছে পাকিস্তানি বহু নাগরিক, ফিরতে চান দেশে

ভারতে অন্তত ১৪৫ জন পাকিস্তানী নাগরিক আটকা পড়েছেন। এরমধ্যে মুসলিম সম্প্রদায়ের লোকের পাশাপাশি শিখ, হিন্দু নাগরিক রয়েছেন।

(ABNA24.com) আটকে পড়া পাকিস্তানিরা নিরাপদে দেশে ফেরার জন্য প্রধানমন্ত্রী ইমরান খান এবং পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির কাছে আবেদন জানিয়েছেন। তারা বলেছেন, তাদেরকে নিরাপদে দেশে ফেরত নেয়ার জন্য নয়াদিল্লির সঙ্গে পাকিস্তান সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হোক। এসব নাগরিক প্রায় এক মাস ধরে ভারতে আটকা পড়ে রয়েছেন।

গত সপ্তাহে অন্তত ৪০ জন পাকিস্তানি নাগরিক ওয়াগা সীমান্ত দিয়ে পাকিস্তানে ফিরেছেন। আটকাপাড়া নাগরিকরা নিরাপদে দেশে ফেরার জন্য ভারত-পাকিস্তান দুই সরকারের কাছেই আবেদন জানিয়েছেন।

আটকে পড়া বাটুল বিবি নামে এক নারী জানান, করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউন ঘোষণার পর থেকে তিনি তার পরিবারের আট সদস্য নিয়ে একটি হোটেলে অবস্থান করছেন। কিন্তু এখন তাদের কাছ থেকে সমস্ত অর্থ শেষ হয়ে যাচ্ছে, হোটেলের বিল পরিশোধ করার মতো অর্থ তাদের কাছে নেই।

..............
340